ইসির সার্ভার সুরক্ষিত, এখান থেকে তথ্য ফাঁস হয়নি: এনআইডি মহাপরিচালক

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি সার্ভার সুরক্ষিত আছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর। 

আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এনআইডির সিকিউরিটি বিষয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।

মহাপরিচালক বলেন, 'আমাদের কাছ থেকে ১৭১টি প্রতিষ্ঠান ও সংস্থা সেবা নেয়। আমাদের সার্ভারের তথ্যের ওপর কোনো রকমের থ্রেট আসেনি। আমাদের সার্ভার থেকে কোনো তথ্য যায়নি। তারপরেও কোনো ত্রুটি-বিচ্যুতি পেলে চুক্তিপত্র বরখেলাপ হলে তা বাতিল করব।'

বাংলাদেশের ৫ কোটির বেশি নাগরিকের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সরকারি ওয়েবসাইটে ঢুকলেই পাওয়া যাচ্ছে বলে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কম্পিউটার নিরাপত্তা সমাধান সংস্থা বিটক্র্যাক সাইবার সিকিউরিটি জানিয়েছে।

এ প্রসঙ্গে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর বলেন, 'এখন পর্যন্ত আমাদের ডেটা সেন্টার ও ম্যানেজমেন্টে কোনো সমস্যা হচ্ছে না। আমাদের সার্ভারে এখনো অ্যাবনর্মাল হিট নজরে আসেনি। আমাদের এখান থেকে তথ্য ফাঁস হয়নি।'

ইসির সার্ভার সুরক্ষার বিষয়ে তিনি বলেন, 'আমাদের সার্ভার সুরক্ষিত রয়েছে। তারপরও সার্ভারের অধিকতর সুরক্ষা নিশ্চিত করার জন্য আইসিটি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে।' 

'আমরা ওয়াসা ও বিদ্যুৎ বিল দিয়ে থাকি। ওদের পোর্টাল অরক্ষিত থাকলে কিছু তথ্য লিক হতে পারে। এমন কিছু হয়েছে কি না, খতিয়ে দেখছি,' যোগ করেন তিনি। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, 'এনআইডি সার্ভার থ্রেটের মধ্যে নেই। এনআইডি একটা পৃথক সাইট। আমাদের কাছ থেকে ১৭১টি প্রতিষ্ঠান ও সংস্থা তথ্য নিয়ে থাকে। এসব প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে আমাদের চুক্তি আছে যে তারা কোনো তথ্য সংরক্ষণ করে রাখতে পারবেন। তাই তাদের কোটি কোটি ডেটা নেওয়ার কোনো সুযোগ নাই।'

কর্মকর্তারা জানান, 'সার্ভার পাবলিক প্রপার্টি নয়, এটা নিজস্ব সম্পদ। এখানে কেউ কিছু লিখতে পারে না। এনআইডি সিকিউরিটি নিশ্চিত করতে আমরা কাজ করছি। নিয়মিত মনিটরিং করি কী পরিমাণ হিট আসছে। ১৭১টি পার্টনার সার্ভিস সিকিউরভাবে কাজ করছে।'

তথ্য ফাঁসের সংবাদের বিষয়ে তারা বলেন, 'সংবাদ দেখার পর আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। এখানে একটা সাইট দুর্বল পাওয়া গেছে। মাথাব্যথা হলে কাটব না। এটা সমাধান করব, যেন নাগরিক সেবা ঝুঁকিপূর্ণ না হয়।'

Comments

The Daily Star  | English

Bangladesh lost over Tk 226,000cr for tax evasion: CPD

CPD estimated that around 50 percent of this amount has been lost to corporate tax evasion.

18m ago