পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সংঘর্ষ-সহিংসতায় নিহত ৯

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে তিন ধাপে পঞ্চায়েত নির্বাচনে আজ শনিবার সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট শুরুর আগে গতকাল রাত থেকেই সংঘর্ষ ও সহিংসতা চলছে।

আজ শনিবার দুপুর পর্যন্ত বিভিন্ন জেলায় সংঘর্ষ–হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে।

এনডিটিভি জানায়, নিহতদের মধ্যে ৫ জন তৃণমূল সদস্য, ১ জন বিজেপি, ১ জন সিপিআই(এম), ১ জন কংগ্রেস ও ১ জন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক।

নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কেন্দ্রীয় বাহিনী 'ব্যাপকভাবে ব্যর্থ' হয়েছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।

সহিংসতা-সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্তত দুটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ধ্বংস করা হয়েছে। বারাসাতে ভোটকেন্দ্র ভাঙচুর হয়েছে, ব্যালট বাক্স চুরি হয়েছে। কোচবিহার জেলার দিনহাটায় ব্যালট পেপার পোড়ানোর ঘটনা ঘটেছে।

গত রাতে মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর ২৪ পরগণা, পূর্ব বর্ধমান জেলা থেকে ৫ জন নিহতের খবর পাওয়া যায় এবং আজ সকালে চাপড়ায় একজন নিহত হয়েছে।

সর্বশেষ পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ১৪ মে। ওই নির্বাচনের দিন নিহত হয়েছিলেন ২৩ জন। ওই নির্বাচনে ত্রিস্তর পঞ্চায়েতের ৩৪ শতাংশ আসন জিতেছিল তৃণমূলের প্রার্থীরা। বাকি আসনেও সিংহভাগ দখল করেছিল তৃণমূল কংগ্রেস।

Comments

The Daily Star  | English

Renewable ambitions still mired in uncertainty

Although the Awami League government made ambitious commitments to renewable energy before being ousted by a mass uprising in August last year, meeting those lofty goals remains a distant dream for the country.

10h ago