বিএনপি নির্বাচনে এলে আমরা সংলাপ করতে রাজি: সালমান এফ রহমান

সালমান এফ রহমানের বার্ষিক আয়
সালমান এফ রহমান। ফাইল ছবি সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার হবে না জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, 'বিএনপি নির্বাচনে এলে আমরা সংলাপ করতে রাজি আছি।'

আজ বুধবার নগরীর আগারগাঁও বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, 'যখন তারা (বিএনপি) বলবে আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে রাজি আছি, আমারা অংশগ্রহণ করব কিন্তু আমাদের এই এই গ্যারান্টি দিয়ে দিতে হবে যে, আমাদের ইলেকশন ফ্রি করার জন্য এটা দরকার-ওটা দরকার। ওই কথাগুলো বলার জন্য আমরা কিন্তু প্রস্তুত আছি।'

'আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারপর যদি ইলেকশন কমিশনকে আরও শক্তিশালী করতে হয়, ডাকেন, ওটা নিয়ে যদি কথা বলতে চান, আমাদের কথা বলতে কোনো আপত্তি নেই। আমরা ডায়ালগ করতে রাজি আছি,' বলেন তিনি।

সালমান এফ রহমান আরও বলেন, 'ওরা ডায়ালগ করবে কেয়ারটেকার সরকার কীভাবে হবে। কেয়ারটেকার সরকার তো হবে না! আমরা তো সেটা বলে দিয়েছি। সংবিধান হয়ে গেছে, আইনটা হয়ে গেছে। এখন এটা নিয়ে আমরা ডায়ালগ করতে পারব না।'

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on Bangladesh's current situation

Political parties talk about democracy but fail to practise it: Fakhrul

The BNP leader also said political parties in Bangladesh have long been engaged in conflict and rivalry with one another

7h ago