গল্পটা মানুষ দারুণভাবে এনজয় করছেন: মিম

মিম ও নাঈম। ছবি: সংগৃহীত

ঈদে মুক্তি পেয়েছে অ্যাকশন ও রহস্য ঘেরা গল্পের ওয়েব সিরিজ 'মিশন হান্টডাউন'। ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে দেখা যাচ্ছে বিদ্যা সিনহা মিম অভিনীত এই সিরিজটি। সিরিজে টেররিজম স্কোয়াড কর্মকর্তা মাহিদের চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা এফএস নাঈম। এই সিরিজটি পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

সিরিজটিতে আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, একে আজাদ সেতু, সরকার রওনক রিপন, নিশাত প্রিয়ম, জয় রাজ, হাসনাত রিপন, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাদিয়া আফরিম মাহি, পূজা এগনেজ ক্রুজ, মীর রাব্বি, নীশা চৌধুরী, আশরাফুল আশীষসহ অনেকেই।

মিম ও নাঈম। ছবি: সংগৃহীত

সিরিজটির বিষয়ে মিম বলেন, 'মিশন হান্টডাউন দিয়ে হইচইতে আমার যাত্রা শুরু হয়েছে। প্রথম কাজে এত সাড়া পাবো, ভালোবাসা পাব ভাবিনি। গল্পটা মানুষ দারুণভাবে এনজয় করছেন।'

সানী সানোয়ার বলেন, 'মিশন হান্টডাউন নিয়ে অসাধারণ সাড়া পাচ্ছি। মানুষ কাহিনি পছন্দ করছেন। নাঈম ও মীমের অভিনয়ের প্রশংসা করছেন। সবচেয়ে ভালো লাগার বিষয়, গল্পটা মানুষকে পুরো সিরিজে আটকে রাখতে সক্ষম হয়েছে।'

Comments

The Daily Star  | English
explosions at Jammu airport today

Explosions at Jammu airport in Indian Kashmir

Sirens ring out in Jammu, projectiles in night sky; Islamabad says Indian drones earlier entered its airspace

1h ago