মাল্টিপ্লেক্সে ‘সুড়ঙ্গ’র ৪ দিনের সব টিকিট বিক্রি শেষ

‘সুড়ঙ্গ’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

রায়হান রাফী পরিচালিত এবং আফরান নিশোর অভিষেক সিনেমা 'সুড়ঙ্গ' মুক্তির পর থেকেই দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছে। এমনকি মাল্টিপ্লেক্সগুলোতে আজ রোববার থেকে শুরু করে আগামী ৪ দিনের সব টিকিট বিক্রিও শেষ এই সিনেমার।

দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে রায়হান রাফী বলেন, 'এটা সুড়ঙ্গর জন্য যেমন সুখবর, তেমনি বাংলা চলচ্চিত্রের জন্যও আনন্দের খবর। এভাবেই দেশের সিনেমা এগিয়ে যাবে।'

তিনি বলেন, 'দর্শকদের ব্যাপক উৎসাহ আমাদের মুগ্ধ করেছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।'

মুক্তির প্রথম দিন থেকেই ২৮টি প্রেক্ষাগৃহে চলছে আফরান নিশো ও তমা মির্জা জুটির প্রথম সিনেমা সুড়ঙ্গ।

রায়হান রাফী বলেন, 'মাল্টিপ্লেক্সগুলোতের পাশাপাশি ঢাকার বাইরের হলগুলোতেও হাউজফুল যাচ্ছে। এটা অবশ্যই খুশির খবর।'

তমা মির্জা গতকাল তার ফেসবুকে অগ্রিম সব টিকিট বিক্রি হয়ে যাওয়ার খবর প্রকাশ করে লিখেছেন, 'দেশের সিনেমায় সুড়ঙ্গ একটি জোয়ার এনেছে। মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল হলগুলোর চিত্র দেখেই তা বোঝা যাচ্ছে। মাল্টিপ্লেক্সগুলোর কয়েকদিনের টিকিট শেষ হওয়ায় সুড়ঙ্গর একজন শিল্পী হিসেবে সত্যি খুব ভালো লাগছে।'

এ বিষয়ে আফরান নিশো বলেন, 'দর্শকরাই এই সিনেমার প্রাণ। আমরা কৃতজ্ঞতা জানাই তাদের।'

সুড়ঙ্গর জন্য আরও সুখবর অপেক্ষা করছে। দেশের বাইরেও সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের হলগুলোতে সিনেমাটি মুক্তি পাবে শিগগির।

রায়হান রাফী বলেন, 'যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় সুড়ঙ্গ মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। অস্ট্রেলিয়ার ৬টি শহরে ৭ জুলাই এবং কানাডা ও নিউইয়র্কে ২১ জুলাই মুক্তি পাচ্ছে সুড়ঙ্গ। ২৮ জুলাই যুক্তরাষ্ট্রের সব শহরে একসঙ্গে মুক্তি পাবে সিনেমাটি।'

Comments

The Daily Star  | English

Death toll from jet crash revised down to 33

Health ministry revises fatality count twice in a single day

1h ago