সুপারস্টার কিংবা নায়ক না, আমাদের দরকার অভিনেতা: মাহফুজ আহমেদ

মাহফুজ আহমেদ। ছবি: সংগৃহীত

নব্বই দশকে টেলিভিশন নাটকে যাত্রা শুরু করেন মাহফুজ আহমেদ। 'কোথাও কেউ নেই' নাটক তার ক্যারিয়ারের শুরুর দিকে ইতিবাচক ভূমিকা রেখেছে। তারপর থেকে পেছনে ফিরে তাকাতে হয়নি দেশের তুমুল দর্শকপ্রিয় এই অভিনেতাকে।

নাটক ও সিনেমা— দুই মাধ্যমেই তুমুল ব্যস্ততা নিয়ে অভিনয় করে গেছেন বছরের পর বছর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন, নাটক পরিচালনাও করেছেন। জয়া আহসানকে নিয়ে 'চৈতা পাগল' ধারাবাহিক নাটক পরিচালনা করে ব্যাপকভাবে প্রশংসিত হন মাহফুজ আহমেদ। ওই নাটকে চৈতা পাগলের চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি।

অন্যদিকে বেশ কিছু সিনেমায় অভিনয় করে নিজের অভিনয় জীবনকে সমৃদ্ধ করেছেন, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

তবে অনেক বছর ধরেই অভিনয়ে নেই মাহফুজ আহমেদ। এবার ঈদে তিনি ফিরছেন লম্বা বিরতি শেষে, তা-ও আবার বড় পর্দায়। তার অভিনীত নতুন সিনেমার নাম 'প্রহেলিকা। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। তার সঙ্গে জুটি বেঁধেছেন বুবলি।

'প্রহেলিকা' সিনেমায় মাহফুজ আহমেদ অভিনয় করেছেন মনা চরিত্রে।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'মনা আমার পছন্দের চরিত্র। মনা চরিত্রে অভিনয় করে সত্যিই আমি আনন্দিত। মনা চরিত্রটি আমাকে বাঁচিয়ে রাখবে অনেকদিন।'

মাহফুজ আহমেদ আরও বলেন, 'ফিল্ম মানে সুন্দরের সঙ্গে সুন্দরের প্রতিযোগিতা। একজন একটা ছবি আঁকবে, এরপর আরেকজন আরেকটা ছবি আঁকবে, একেক ছবি একেরকম হবে। এটাই নিয়ম। প্রতিযোগিতা হবে পর্দায়। প্রতিযোগিতার বাইরে আমরা একে অপরের হাত ধরতে চাই।'

'কেন ব্যক্তির প্রতিযোগিতা হবে? পর্দায় প্রতিযোগিতা হোক। আমরা নতুন পথ শুরু করতে চাই। দেখি কিছু করতে পারি কি না?,' আফসোস করে বলেন তিনি।

ব্যক্তির প্রতিযোগিতার বিষয়ে মাহফুজ বলেন, 'কেন শাকিব খানের পাশাপাশি নিশোকে দাঁড় করিয়ে দেওয়া হবে? কেন ওদের পাশাপাশি মাহফুজ আহমেদকে বলা হবে তিনি পারবেন কি পারবেন না?'

'প্রহেলিকা' সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা নাসির উদ্দিন খান। তার সম্পর্কে মাহফুজ আহমেদ বলেন, 'নাসির উদ্দিন খান একজন জাত অভিনেতা। তার সঙ্গে প্রথম দৃশ্য ছিল, তিনি হেঁটে আসবেন। তার হেঁটে আসা দেখে বুঝেছি তিনি জাত অভিনেতা। তিনি জামশেদ চরিত্রে অভিনয় করেছেন। তার পর্যবেক্ষণ ক্ষমতা অনেক।'

'ম্যাজিক্যাল অ্যাকটর নাসির উদ্দিন খান। পদে পদে ম্যাজিক তৈরি করেন। আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল তার সঙ্গে অভিনয় করা। ভালো প্রস্তুতি ছাড়া এমন অভিনয় করা যায় না,' বলেন তিনি।

এদেশে অভিনেতা দরকার না কি নায়ক দরকার? এই প্রশ্নের জবাবে মাহফুজ আহমেদ বলেন, 'সুপারস্টার না, নায়ক না, আমাদের দরকার অভিনেতা। অভিনেতা সেই হবেন যিনি চরিত্রকে বিশ্বাসযোগ্য করতে পারবেন।'

পরিচালক চয়নিকা চৌধুরী সম্পর্কে মাহফুজ আহমেদ বলেন, 'তার কাছে আমি কৃতজ্ঞ। আমাকে মনা চরিত্রে কাস্ট করেছেন। মনা আমার ভীষণ রকমের প্রিয় একটি চরিত্র।'

Comments

The Daily Star  | English
Bangladesh's remittance in November 2024

Are rising exports, remittance the cure?

December has brought some good news! Remittance hit a record high, taking the total for the 2024 calendar year to $26.87 billion. Exports surged too, pushing the final annual figure to $50 billion.

15h ago