যুবলীগ সভাপতি পরশের সঙ্গে আড়াই মাস পর বরিশালে সাদিক আব্দুল্লাহ

যুবলীগ সভাপতি পরশের সঙ্গে বরিশালে ফিরছেন বিদায়ী মেয়র সাদিক আব্দুল্লাহ। সঙ্গে বরিশাল আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। ছবি: টিটু দাস/স্টার

দীর্ঘ ২ মাস ২১ দিন পরে নিজ এলাকায় ফিরেছেন বরিশাল সিটি করপোরেশনের বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

আজ বৃহস্পতিবার ঢাকা থেকে সড়ক পথে বরিশালে ফিরে বিকেল ৪টার দিকে তিনি নিজ বাসায় যান।

সাদিক আব্দুল্লাহর সঙ্গে ছিলেন যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ। 

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান রিন্টু দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে ও গাড়িতে করে নগরীর গড়িয়ার পাড় থেকে ৭ কিলোমিটার পথ বিদায়ী মেয়রের গাড়িবহরের সঙ্গে যুক্ত হন।

নগরীর কালীবাড়ি সাদিক আব্দুল্লাহর বাসভবন পর্যন্ত যায় গাড়িবহর। 

মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর ডেইলি স্টারকে জানান, আগামীকাল শুক্রবার আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে অংশ নেবেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

সাদিক আব্দুল্লাহ গত ১ এপ্রিল ভারতের আজমির শরীফ যাওয়ার উদ্দেশে বরিশাল ত্যাগ করেন। সিটি নির্বাচনের দলীয় মনোনয়ন নিয়ে আলোচনা শুরু হলে তিনি ঢাকায় ফেরেন। 

কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ১৫ এপ্রিল চাচা আবুল খায়ের ওরফে খোকন আবদুল্লাহকে মনোনয়ন দিলে তিনি আর বরিশালে ফেরেননি।

মনোনয়ন নিয়ে চাচা-ভাতিজার বিরোধের পর বরিশাল মহানগর আওয়ামী লীগ ২৬ মে থেকে খোকন সেরনিয়াবাতের জন্য আনুষ্ঠানিক ভোট প্রার্থনা করে।

 

Comments

The Daily Star  | English

Money launderers spreading propaganda abroad: Shafiqul

The CA's press secretary said during the ousted Awami League era, the biggest looting in the world history took place in Bangladesh

2h ago