আগের দুবার পাইনি, এবার নির্বাচন কমিশন থেকে ন্যায়বিচার পেয়েছি: হিরো আলম

নির্বাচন করবেন না হিরো আলম
হিরো আলম। ছবি: সংগৃহীত

'আগের দুবার এমপি প্রার্থী হওয়ার সময় অনেক বিড়ম্বনার শিকার হয়েছি। হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পেয়েছি। আগের দুবার ইসির কাছে আপিল করেও ন্যায়বিচার পাইনি। এবার ইসির কাছে ন্যায়বিচার পেয়েছি।'

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা ফিরে পেয়ে দ্য ডেইলি স্টারকে এসব কথা বলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

তিনি বলেন, '১ শতাংশ ভোটারের সই যাচাইয়ের সময় এবার অবহেলা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তারা ভোটারদের সই যাচাই-বাছাই করতে গেছেন ভোটারদেরকে না জানিয়ে। আগে থেকে কিছু না জানিয়ে ভোটারদের বাড়ি গেছেন। ফিরে এসে বলেছেন যে তারা সইকারীদের খুঁজে পাননি। এটা নিয়ে নির্বাচন কমিশন থেকেও আজ রিটার্নিং কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়েছে যে কেন ভোটারদেরকে না জানিয়ে তাদের বাড়ি যাওয়া হয়েছে।'

হিরো আলম আরও বলেন, 'আজ নির্বাচন কমিশন অফিসে ভোটারদের সই যাচাই করে ঠিক পেয়েছে বলে আমার প্রার্থিতা ফেরত দেওয়া হয়েছে।'

'যাইহোক, এবার নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা ফিরে পেয়েছি, এতে আমি খুশি। এবার ঢাকা-১৭ আসনেও আমি একতারা মার্কা চাইবো। মার্কা পাওয়ার পরে মাঠে প্রচার-প্রচারণার জন্য নামবো,' যোগ করেন তিনি।

ঢাকা-১৭ একটি অভিজাত এলাকা। এই এলাকার প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারবেন কি না, জানতে চাইলে হিরো আলম বলেন, 'অবশ্যই পারব। কেন পারবো না? আগের বারের মতো আর ভুল করব না। হিরো আলম জিরো থেকে হিরো হয়েছে। এখানে আমার জনপ্রিয়তা না থাকলে ১ শতাংশ ভোটার কেন সই করেছেন?'

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী—এ প্রশ্নের জবাবে তিনি তিনি বলেন, 'এটা অনেকটা নির্ভর করে ভোটারদের উপর। আমি অনুরোধ করছি যেন ভোটাররা ভোটকেন্দ্রে আসেন এবং নিজের ভোটটি দেন। ভোটকেন্দ্রে না এসে শুধু ফেসবুক, ইউটিউবে লাইভ করে বলবেন যে ভোট সুষ্ঠু হচ্ছে না, সেটা হয় না। ভোটকেন্দ্রে যদি কোনো অনিয়ম হয়, সেখানে ১০ জন ভোটার প্রতিবাদ করলে আস্তে আস্তে ভোটের অধিকার মানুষ ফেরত পাবে এবং ভোটের পরিবেশ সুষ্ঠু হবে।'

 

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Session delays, irregularities, and lack of central planning cited as reasons

11h ago