যুক্তরাষ্ট্রে মোদি

ভারতীয় দক্ষ কর্মীরা আরও সহজে মার্কিন ভিসা পাবেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউজে স্বাগত জানান জিল ও জো বাইডেন। ছবি: রয়টার্স
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউজে স্বাগত জানান জিল ও জো বাইডেন। ছবি: রয়টার্স

ভারতের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে থাকা ও কাজ করার প্রক্রিয়া আরও সহজ হতে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে বাইডেন প্রশাসন এই উদ্যোগ নিতে যাচ্ছে।

গতকাল বুধবার বার্তাসংস্থা রয়টার্স এ বিষয়টি সম্পর্কে জানেন এমন ৩ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

সূত্রদের মতে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এ ঘোষণা দিতে পারে। যার ফলে ভারতীয় ও অন্যান্য দেশের কিছু মানুষ যুক্তরাষ্ট্রে থেকেই তাদের এইচ-ওয়ানবি ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে পারবে। একটি পরীক্ষামূলক উদ্যোগের অংশ হিসেবে এটি কার্যকর করা হবে। ভবিষ্যতে এর আরও সম্প্রসারণ হতে পারে।

যুক্তরাষ্ট্রের এইচ-ওয়ানবি ভিসা কর্মসূচিতে ভারতীয়দের অংশগ্রহণ সবচেয়ে বেশি। ২০২২ অর্থবছরের শেষে মোট ৪ লাখ ৪২ হাজার এইচ-ওয়ানবি ভিসাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে ভারতীয়দের সংখ্যা ছিল ৭৩ শতাংশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, 'এই পরীক্ষামূলক উদ্যোগটি শুরুতে স্বল্প পরিসরে শুরু হবে। আগামী ১ থেকে ২ বছরের মধ্যে এর সম্প্রসারণ করা হবে।'

প্রতি বছর মার্কিন সরকার ৬৫ হাজার এইচ-ওয়ানবি ভিসা দেয়। যেসব মার্কিন প্রতিষ্ঠান অন্যান্য দেশ থেকে দক্ষ বিদেশী কর্মী নিয়োগ দিতে চায়, তাদের জন্যই মূলত এই ভিসার ব্যবস্থা করেছে সরকার। উচ্চ ডিগ্রীধারী কর্মীদের জন্য বাড়তি ২০ হাজার ভিসা দেওয়া হয়। এই ভিসার মেয়াদ ৩ বছর এবং একে আরও ৩ বছরের জন্য নবায়ন করা যায়।

মার্কিন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময় ইনফোসিস, টাটা কনসালট্যান্সি সার্ভিসেস, অ্যামাজন, গুগল ও মেটার মতো প্রতিষ্ঠানে এইচ-ওয়ানবি ভিসার মাধ্যমে কর্মী নিয়োগ দিয়েছে।

বিদেশী কর্মীরা যুক্তরাষ্ট্রে বসেই তাদের ভিসার মেয়াদ বাড়িয়ে নিতে পারলে বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোতে এ সংক্রান্ত কাজের চাপ অনেক কমে যাবে বলে মুখপাত্র আশাবাদ প্রকাশ করেন।

পরীক্ষামূলক কর্মসূচিতে এল-ওয়ান ভিসাও অন্তর্ভুক্ত হতে পারে। কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো কর্মী অন্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরের ক্ষেত্রে এই ভিসা পান।

এক সূত্র জানান, ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোতে দীর্ঘদিন ধরে আটকে থাকা ভিসা আবেদনের দ্রুত নিষ্পত্তি করার একটি আলাদা উদ্যোগকে সামনে এগিয়ে নেওয়া হচ্ছে। এ সপ্তাহে ওয়াশিংটনে ২ দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় এ বিষয়টি উত্থাপন করা হবে বলে জানা গেছে।

বাইডেন প্রশাসন ভারতীয়দের জন্য ভিসা দেওয়ার প্রক্রিয়ার উন্নয়নে বেশ কয়েক মাস ধরে কাজ করছে। মার্কিন কংগ্রেসে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালার পূর্ণাঙ্গ সংস্কার প্রক্রিয়ার অনুমোদন নেওয়ার চেষ্টা চালাচ্ছে ডেমোক্র্যাট সরকার।

প্রেসিডেন্ট বাইডেন চাচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় ২ গণতান্ত্রিক রাষ্ট্রকে যতভাবে সম্ভব, একাত্ম করতে। ভিসা প্রক্রিয়া সহজ করা সেই এই কৌশলের অংশ।

বিশ্লেষকদের মতে, চীনের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতেই এই উদ্যোগ।

 

Comments

The Daily Star  | English
Bangladeshi migrants workers rights in Malaysia

Malaysia agrees to recruit 'large number' of Bangladeshi workers

Assurance will be given to ensure their wages, safety, and overall welfare, according to ministry officials

1h ago