সাংবাদিক নাদিমের বাড়িতে পুলিশ সুপার, ৫০ হাজার টাকা দেওয়ার আশ্বাস

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের বাড়ি পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহমেদ।
নিহত সাংবাদিক নাদিমের গরুহাটির বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের বাড়ি পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহমেদ।

আজ শুক্রবার সন্ধ্যায় নিহত সাংবাদিকের গরুহাটির বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় পুলিশ সুপার নাদিমের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেন এবং এ ঘটনায় জড়িত সবাইকে আটকের প্রতিশ্রুতি দেন।

পুলিশ সুপার বলেন, 'সাংবাদিক নাদিমের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় ছিল। অনেক তথ্য আমি নাদিমের মাধ্যমে পেতাম। শুধু একজন পুলিশ সুপার হিসেবে না, নাদিমের ঘনিষ্ঠজন হিসেবে পরিবারটির সঙ্গে আছি।'

পরে নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, 'স্বামী হত্যার বিচারে কোনো কিছুর বিনিময় চাই না। আমি চাই, এ ঘটনায় যারা দোষী তাদের শাস্তি হোক।'

এসময় দোষীদের শাস্তি নিশ্চিতে পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদের সহযোগিতা কামনা করেন তিনি।

Comments

The Daily Star  | English

Metro rail launches Friday operations

Trains will leave Uttara North Station for Motijheel between 3:30pm and 9:00pm every Friday

22m ago