মালয়েশিয়ায় নির্মাণ সাইটে অভিযান, ৬৪ বাংলাদেশিসহ আটক ৯০

সংশ্লিষ্টরা জানান, আটকদের কাছে বৈধ কোনো কাগজ ছিল না।
আটক শ্রমিকরা। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ৬৪ বাংলাদেশিসহ ৯০ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টায় কুয়ালালামপুরের চেরাসের তামান মুতিয়ারা বারাতের একটি নির্মাণ সাইট থেকে তাদের আটক করা হয় বলে মালয় সংবাদমাধ্যম হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়।

এতে বলা হয়েছে, কুয়ালালামপুর সিটি হলসহ (ডিবিকেএল) বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে আরও ছিল মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জিআইএম), সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনিং করপোরেশন (এসডব্লিউকর্প) ও মালয়েশিয়ান ডিপার্টমেন্ট অব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ (ডিওএসএইচ)। আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারতের ১৪, মিয়ানমারের ৬ ও পাকিস্তানের ৬ নাগরিক রয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, আটকদের কাছে বৈধ কোনো কাগজ ছিল না।

বিদেশি শ্রমিকদের আটকের পর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাঠামো নির্মাণ ও নোংরা পরিবেশের কারণে সাইটটিই বন্ধ করে দিয়েছে ডিবিকেএল।

ডিবিকেএল এক বিবৃতিতে বলেছে, রাস্তা, ড্রেন ও বিল্ডিং আইন ১৯৭৪ এর ৭০ ধারা অনুযায়ী নির্মাণ সাইটটি বন্ধ করে দেওয়া হয়।

কুয়ালালামপুর ফেডারেল টেরিটরিজুড়ে (ডব্লিউপিকেএল) সংসদীয় নির্বাচনী এলাকা অনুযায়ী সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবিকেএল।

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

2h ago