খুলনা সিটি নির্বাচন

বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ ভোট সম্ভব নয়: জাপা প্রার্থী শফিকুল

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শফিকুল ইসলাম মধু। ছবি: হাবিবুর রহমান/স্টার

বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়রপ্রার্থী শফিকুল ইসলাম মধু।

আজ সোমবার খুলনা কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোটদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল ইসলাম মধু বলেন, 'আমি নির্বাচন কমিশনকে আগেই বলেছি, আপনারা জাদুর বাক্স বাদ করেন, তারা তা শুনল না। এখন দেখেন তারা এক ঘণ্টা ইভিএম চালাইতে পারতেছে না, বন্ধ হয়ে যাচ্ছে।'

মানুষের ভোটের যে উৎসাহ, সেটা আমাদের দেশে নেই উল্লেখ করে তিনি আরও বলেন, 'এই সরকারের অধীনে নিরপেক্ষ ভোট সম্ভব নয়। আগে যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনের ব্যথা মানুষের মনে এখনো আছে। সেই কারণে মানুষের মাঝে, ভোটারদের মাঝে কোনো উৎসাহ নাই।'

এই নির্বাচনে ৪০ শতাংশ ভোট কাস্ট হবে কি না, তা নিয়ে সন্দেহ আছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Nationwide water transport strike disrupts cargo movement

Around 800 cargo vessels with 15 lakh tonnes of goods stranded across the country

54m ago