তাকদীরের তেলেগু রিমেক নিয়ে যা বললেন চঞ্চল চৌধুরী

সম্প্রতি বাংলাদেশের সাড়া জাগানো ওয়েব সিরিজ ‘তাকদীর’ এর রিমেক হয়েছে তেলেগু ভাষায়। তেলেগু ভাষায় সিরিজটির নাম দেওয়া হয়েছে ‘দয়া’।
chanchal_chowdhury
চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশের সাড়া জাগানো ওয়েব সিরিজ 'তাকদীর' এর রিমেক হয়েছে তেলেগু ভাষায়। তেলেগু ভাষায় সিরিজটির নাম দেওয়া হয়েছে 'দয়া'।

এ বিষয়ে জানতে চাইলে সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা চঞ্চল চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'এগুলো আমাদের ইন্ডাস্ট্রির অর্জন। আমাদের ভালোবাসা ও পরিশ্রমের ফসল। ভালো গল্পের এবং ভালো কাজের চাহিদা বিশ্বজুড়েই রয়েছে। এভাবেই বাংলাদেশের ইন্ডাস্ট্রির সুনাম ছড়িয়ে পড়ুক সর্বত্র।'

এর আগে চঞ্চল চৌধুরীর অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র 'মনপুরা' কলকাতায় রিমেক হয়েছিল 'অচিন পাখি' নামে। এছাড়া 'আয়নাবাজি' চলচ্চিত্রটিও 'গায়ত্রী' নামে তেলেগু ভাষায় রিমেক হয়েছে।

সেরা ৩টি কাজ অন্য দেশে, অন্য ভাষায় রিমেক হওয়ার বিষয়ে জানতে চাইলে চঞ্চল বলেন, 'এক কথায় যদি বলি তাহলে বলব সবই আমাদের অর্জন, আমাদের ইন্ডাস্ট্রির অর্জন। এটিকে অবশ্যই পজেটিভ চোখে দেখি। শিল্পের জয় হোক, সুন্দরের জয় হোক।'

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Professor Muhammad Yunus for a road map to the reforms and the next general election.

2h ago