জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রক্রিয়া সহজ করছে ইসি

জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত সংশোধন প্রক্রিয়া সহজ করছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের (এসওপি) খসড়া চূড়ান্ত করেছে। খসড়ায় তথ্য সংশোধনের ধরন অনুযায়ী কী কী দলিলাদি দিতে হবে—তা সহজ ও সুনির্দিষ্ট করা হয়েছে।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

3h ago