যুবলীগের ‘পাল্টা’ কর্মসূচি, বদলাল বিএনপির তারুণ্যের সমাবেশ সূচি

সুলতান
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ঘোষিত তারুণ্যের সমাবেশের নতুন সূচি ঘোষণা করেছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, যুবলীগ 'পাল্টা' কর্মসূচি ঘোষণা করায় তারা নতুন তারিখ নির্ধারণ করেছেন।

আজ বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সুলতান বলেন, 'ভোটের অধিকার অর্জন, বাকস্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গত ২ জুন তারুণ্যের সমাবেশ ঘোষণা করেছিলাম। ১১ জুন চট্টগ্রাম, ১৭ জুন বগুড়া, রাজশাহী ও রংপুর, ৭ জুলাই খুলনা, ১৫ জুলাই বরিশাল, ২২ জুলাই সিলেট এবং ২৯ জুলাই ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছিলাম। আমরা আরও ঘোষণা দিয়েছিলাম, আমাদের সমাবেশগুলো হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, অহিংস ও গণতান্ত্রিক।'

'৪ জুন আওয়ামী লীগ-যুবলীগ পাল্টা কর্মসূচি ডেকেছে। এতে আমরা হতবাক হয়েছি। আমাদের কর্মসূচি ঘোষণার এর ২ দিন পর আওয়ামী লীগ-যুবলীগের পক্ষ থেকে একই তারিখে, একই স্থানে কর্মসূচি ঘোষণাকে আমরা উসকানিমূলক, বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস মনে করি,' বলেন তিনি।

যুবদল সভাপতি বলেন, 'আমরা অনেক দিন থেকে বলে আসছি, আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন জন্মলগ্ন থেকে বাংলাদেশের রাজনীতিতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে আসছে। বিরোধী দলের কণ্ঠরোধ করতে গুম, খুন, হামলা, মামলা তাদের জন্মগত অভ্যাস। তারই ধারাবাহিকতা এখনো বিদ্যমান।'

যুবদল সব সময় উদার, গণতান্ত্রিক ও পরম সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, 'এই উদ্বুদ্ধ পরিস্থিতি এড়িয়ে শান্তিপূর্ণ তারুণ্যের সমাবেশ সফল করতে আমরা কর্মসূচি পুনঃনির্ধাণ করছি। চট্টগ্রামে ১৪ জুন, বগুড়ায় ১৯ জুন, বরিশালে ২৪ জুন, সিলেটে ৯ জুলাই, খুলনায় ১৭ জুলাই এবং ২২ জুলাই ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে।'

'আজকে এই ফ্যাসিস্ট সরকার রাজনীতির সব কৃষ্টি-কালচার ধ্বংস করে ফেলেছে। আমরা ২ দিন আগে সমাবেশ ঘোষণা করেছি, ২ দিন পরে তারা উসাকানিমূলকভাবে নৈরাজ্য সৃষ্টি করার জন্য একই দিনে একই স্থানে পাল্টা কর্মসূচি দিয়েছে। তাদের প্রোগ্রাম তারা ভিন্ন দিনে দিতে পারত! আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করে যাচ্ছি, আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। সেই কারণে আমরা তারিখ পুনঃনির্ধারণ করছি,' বলেন সুলতান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি মনে করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে। নৈরাজ্য-সন্ত্রাসের রাজনীতি থেকে তারা সরে দাঁড়াবে।'

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

5h ago