সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১২

ওসমানী মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে স্বজনদের আহাজারি। ছবি: শেখ নাসের/স্টার

সিলেটে ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুাখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন।

আজ বুধবার ভোরে সিলেটের দ‌ক্ষিণ সুরমার না‌জিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দ‌ক্ষিণ সু‌রমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'নিহতরা সবাই নির্মাণ শ্রমিক। তারা তাজপুর যাচ্ছিলেন। পথে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। আহতদের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
 

Comments

The Daily Star  | English

Khaleda arrives at airport, air ambulance to take off soon

BNP's Chairperson Khaleda Zia arrives at airport, air ambulance to take off soon

3h ago