অবসরের পরিকল্পনা জানালেন ওয়ার্নার

David Warner
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

বয়স ৩৬ পেরিয়েছে, এখনো সব সংস্করণের ক্রিকেট খেললেও বিদায়ের চিন্তা করে রেখেছেন ডেভিড ওয়ার্নার। আগামী বছর ধাপে ধাপে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনা জানিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার সব সময়ের সেরা ওপেনারদের একজন হলেও গত বছর টেস্টে সময়টা ভালো যায়নি তার। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজের দলে তিনি থাকলেও পারফরম্যান্স নিয়ে সংশয়ের জায়গা আছে। রান করার তীব্র তাড়নার পাশাপাশি বিদায়ের ভাবনাও পেয়ে বসেছে তাকে।  

ভারতের বিপক্ষে ফাইনালের আগে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় আসছে গ্রীষ্মে বিদায়ের কথা জানান বাঁহাতি ব্যাটার, 'আমি যদি এখানে (ইংল্যান্ডের মাঠে) রান করি, অস্ট্রেলিয়ায় ফিরেও তা চালিয়ে যেতে পারি। আমি অবশ্যই বলতে পারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ২০২৪ সালে) পর্যন্ত আমি খেলব না।'

আগামী বছর নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ আছে অস্ট্রেলিয়ার। সেই সিরিজে সিডনিতে নিজের মাঠে সাদা পোশাক ছাড়তে চান ওয়ার্নার,  'আমি যদি এই যাত্রা উৎরে যাই (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজ) তাহলে পাকিস্তান সিরিজেই (আগামী বছর) আমি বিদায় নেব (টেস্ট থেকে)।'

টেস্টের পাশাপাশি একই বছর সীমিত সংস্করণের ক্রিকেটও ছেড়ে দেবেন ওয়ার্নার। তবে সুযোগ পেলে ২০২৪ টি-বিশ্বকাপ খেলার কথা জানিয়েছেন তিনি,  'আমি বরাবরই বলছিলাম ২০২৪ (টি-টোয়েন্টি) বিশ্বকাপে সম্ভবত আমি শেষ ম্যাচ খেলব।'

'আমি ২০২৪ সালের বিশ্বকাপ (টি-টোয়েন্টি) খেলতে চাই। এটা ভাবনায় আছে। এর আগে অনেক ক্রিকেট আছে।'

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আরও কিছুদিন চালিয়ে যাবেন তিনি, খেলবেন শেফিল্ড শিল্ডে প্রথম শ্রেণীর ক্রিকেটও।

Comments

The Daily Star  | English

People will have to take to the streets for voting rights: Fakhrul

People will have to take to the streets like they did on August 5 to realise their voting rights, said BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today

52m ago