‘এ’ দলের সিরিজ থেকে যেসব লাভ দেখছেন হাবিবুল

Mahmudul Hasan Joy

ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে শক্তিশালী দল নিয়েও ঘরের মাঠে সিরিজ হেরেছে বাংলাদেশ 'এ' দল। পারফরম্যান্সে প্রত্যাশা না মিটলেও এই সিরিজ থেকে প্রাপ্তির বেশ কিছু জায়গাও দেখছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। খেলোয়াড়দের বাস্তবতা বোঝার পাশাপাশি নির্বাচকদের কিছু জায়গায় ধারণাও হয়েছে পরিষ্কার।

শুক্রবার মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি, আর ইয়াসির আলির ফিফটিতে শেষ আনঅফিসিয়াল টেস্টে ক্যারিবিয়ানদের কাছে হার এড়ায় বাংলাদেশ 'এ' দল। প্রথম ইনিংসের ফলোঅনে পড়ার পর (প্রতিপক্ষ যদিও ফলোঅন করায়নি) এমন ফল বেশ তৃপ্তির।

তবে তিন ম্যাচের সিরিজে দ্বিতীয়টি ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ৩ উইকেটে। বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচ হয়েছিল ড্র। সব মিলিয়ে সফরকারীরা সিরিজ জেতে ১-০ ব্যবধানে। প্রতিটি ম্যাচেই স্বাগতিক খেলোয়াড়রা ক্যারিবিয়ানদের দাপটে ছিলেন কোণঠাসা।

সিরিজ শেষে পর্যালোচনা করতে গিয়ে ইতিবাচক পথে হাঁটলেন নির্বাচক হাবিবুল, 'আমার মনে হয় ছেলেদের জন্য ভালো প্রস্তুতি হয়েছে। তারা বুঝেছে পরের ধাপে যেতে হলে কতটা কঠিন পথ পাড়ি দিতে হয়। উইকেট খুব ভালো ছিল, ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলও আমাদের কঠিন পরীক্ষা নিয়েছে।'

এই সিরিজে ঘুরিয়ে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকা বেশ কয়েকজনকে খেলিয়েছেন নির্বাচকরা। ঢাকা প্রিমিয়ার লিগে রান পাওয়া নাঈম শেখ, সাদা বলের ক্রিকেটার হিসেবে এতদিন ধরে চেনা আফিফ হোসেনরা খেলেছেন। কিন্তু ব্যর্থ হয়েছেন।

সাফল্য ব্যর্থতার হিসেব নিকেশে আগামীর জাতীয় দল নির্বাচন নিয়ে কিছুটা ধারনা পাওয়ারও তৃপ্তি হাবিবুলের, 'নির্বাচক হিসেবে আমরা বিভিন্ন দিক দেখি। আমরা ঘরোয়া পারফরম্যান্স আমলে নেই। তারপর আন্তর্জাতিক দলের বিপক্ষে খেলায় তারা সেই পারফরম্যান্স দিতে পারল কিনা সেটা দেখি। ঘরোয়া পারফরম্যান্সটা আন্তর্জাতিক পর্যায়েও রাখতে পারল কিনা দেখি। এরকম দিক থেকে এসব সিরিজ আমাদেরকে ধারণা দেয় যে কোন ক্রিকেটার পরের ধাপের জন্য প্রস্তুত।' 

শেষ ম্যাচটায় খেলেছিলেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। দুই ইনিংসেই তিনি করেন ৫ রান করে। তিন ম্যাচ খেলেই খুব বেশি অবদান রাখতে পারেননি জাকির হাসান। মাহমুদুল হাসান শেষ ম্যাচে সেঞ্চুরি পেলেও এর আগে ছিলেন বিবর্ণ। সব মিলিয়ে মোটা দাগে পারফরম্যান্সের দিক থেকে স্বস্তির জায়গা নেই নির্বাচকদের,  'মুমিনুলের জন্য একটা কেবল একটা ম্যাচ। সে উইকেটে কিছু সময় কাটাতে পারলে ভালো হতো। কিন্তু এটা নিয়ে আমি চিন্তিত না। সে পরীক্ষিত ক্রিকেটার। আমরা অন্যদের কাছ থেকে আরেকটু ভালো পারফরম্যান্স প্রত্যাশা করেছিলাম। আমি  ব্যাটিং নিয়ে খুশি না, বিশেষ করে টপ অর্ডারের কাছ থেকে। আমরা আরও ভাল করতে পারতাম। বোলাররাও যা করেছে তারচেয়ে ভালো করতে পারত।'

Comments

The Daily Star  | English

US-China tariff war punishes Bangladesh

Bangladesh is one of those nations that face pressure from Washington to decouple their manufacturing industries from Chinese suppliers, according to officials familiar with trade negotiations.

12h ago