৪ বছরে নগদ টাকার ব্যবহার ৭৫ শতাংশ কমবে: অর্থমন্ত্রী

জাতীয় বাজেট ২০২৩-২৪ : অর্থমন্ত্রী
প্রতীকী ছবি

সর্বজনীন বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীসহ সব ব্যবসায়ীকে ডিজিটাল পেমেন্টের আওতায় এনে 'ক্যাশলেস বাংলাদেশ' গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন। 

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের সময় মন্ত্রী এ কথা বলেন।

এর ফলে আগামী ৪ বছরে নগদ টাকার ব্যবহার ৭৫ শতাংশ কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, 'এমএফএস পদ্ধতির বিকাশে ক্যাশআউট চার্জ কমানো এবং লেনদেনের সীমা বৃদ্ধি, তৈরি পোশাক শিল্পে শ্রমিকের মজুরি দেওয়া, জিটুপি পদ্ধতিতে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা দেওয়াসহ ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে এমএফএস অ্যাকাউন্টের ব্যবহার এবং সাব-ব্রাঞ্চ ও এজেন্ট ব্যাংকিং ব্যবস্থার প্রসারে বিভিন্ন উদ্যোগের ফলে অন্তর্ভুক্তিমূলক ব্যাংক ব্যবস্থা দৃঢ় হয়েছে।'

এছাড়া, পরিবর্তিত বৈশ্বিক ও দেশীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্দেশে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতিতে মৌলিক পরিবর্তন আনার চিন্তা ভাবনা করছে বলেও জানান অর্থমন্ত্রী।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago