বাসে তল্লাশি: চালের বস্তায় ৩৮ লাখ টাকা

বাসের ভেতর চালের বস্তায় তল্লাশি করে ৩৮ লাখ টাকা পায় পুলিশ। ছবি: সংগৃহীত

লালমনিরহাটে তিস্তা সেতুর টোল প্লাজায় একটি বাসে তল্লাশি করে ৩৮ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে কুড়িগ্রামের চিলমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের বাসে চালের বস্তায় এই টাকা পাওয়া যায়।

এ সময় চালের বস্তার মালিক মমিনুল ইসলাম (২৯) নামে এক যুবককে আটক করে পুলিশ। কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর গ্রামে তার বাড়ি।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মমিনুল পুলিশকে জানিয়েছেন এই টাকার মালিক তার মামা উলিপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহিনুর আলমগীর। তিনি পেশায় একজন ঠিকাদার। মমিনুল তার মামার ব্যবসায়িক প্রয়োজনে টাকা নিয়ে যাচ্ছিলেন।

ওসি এরশাদুল আলম ডেইলি স্টারকে বলেন, পুলিশ মাদকদ্রব্য তল্লাশি করতে গিয়ে চালের বস্তায় টাকাগুলো পায়। এভাবে চালের বস্তায় লুকিয়ে টাকা নিয়ে যাওয়া পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়। মমিনুলের ভাষ্য যাচাই করে দেখা হচ্ছে। তার তথ্য সঠিক হলে টাকাসহ তাকে ছেড়ে দেওয়া হবে। নইলে তার বিরুদ্ধে মামলা করা হবে।

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

9h ago