প্রথম মিশন পূর্ণ তবে কাজ এখনও বাকি টেন হাগের

ক্রিস্তিয়ানো রোনালদোর মতো বড় তারকা থাকা সত্ত্বেও গত মৌসুমে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি থেকে ৩৫ পয়েন্ট দূরে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। খেলতে হয়েছিল ইউরোপা লিগ। এবার সেই দলটিকে চ্যাম্পিয়ন্স লিগে ফেরানোর বিশাল চ্যালেঞ্জ ছিল এরিক টেন হাগের সামনে। আর সেই কাজটা দারুণভাবেই করেছেন তিনি। তবে এখনও তার কাজ শেষ হয়নি বলে জানান এই ডাচ কোচ।

ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতেই কাসেমিরো দলকে এগিয়ে দেওয়ার পর ব্যবধান বাড়ান অ্যান্থনি মার্সিয়াল, ব্রুনো ফার্নান্দেজ ও মার্কাস র‍্যাশফোর্ড। শেষ দিকে চেলসির হয়ে জোয়াও ফেলিক্স একটি গোল করে ব্যবধান কমালেও তাতে কোনো সমস্যা হয়নি রেড ডেভিলদের।

ইউনাইটেডে যোগ দিয়ে এরমধ্যেই ছয় বছরের শিরোপা খরা কাটিয়েছেন টেন হাগ। গত ফেব্রুয়ারিতে কারাবাও কাপ জিতে নেয় তারা। তবে প্রিমিয়ার লিগে সে অর্থে লড়াই করতে পারেনি তারা। তবে মৌসুম এখনও শেষ হয়নি তাদের। এমনকি রয়েছে শিরোপা জয়ের আশাও। আগামী ৩ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের ফাইনালে লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা।

তাই কাজটা এখনও বাকি বলে জানান টেন হাগ, 'পরের সপ্তাহ বড় হতে চলেছে এবং আমরা আমাদের শক্তি দিয়ে সবকিছু করব। আমাদের ভালোভাবে প্রস্তুত হতে হবে এবং কাপ পাওয়ার সেরা সুযোগ দিতে হবে।'

এছাড়া আরও একটি রেকর্ডের সামনে টেন হাগের ইউনাইটেডের। ঘরের মাঠে টানা জয়ের রেকর্ড হতে এক ম্যাচ দূরে তারা। ২০০২-০৩ মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডে টানা ২৭ ম্যাচ জিতেছিল তারা। তাই লিগটা ভালোভাবে শেষ করার প্রত্যাশা করছেন টেন হাগ, 'এখনও আমরা লিগে তৃতীয় হতে পারি। ফোকাস ধরে রাখাটাও গুরুত্বপূর্ণ, চোট না পেয়ে। হোম রেকর্ডও করাটাও। এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে, আমরা সেই ম্যাচটা জিততে চাই।'

তবে ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগে ফেরাতে পেরে দারুণ খুশি এই কোচ, 'এই অর্জন গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স লিগই এই ক্লাবের জায়গা। শীর্ষ চারে থাকা আমাদের মূল লক্ষ্য ছিল। এই লিগ ভীষণ কঠিন। ভালো স্কোয়াড, দারুণ সব ম্যানেজার ও বড় বাজেট নিয়ে এখানে ভালো দল অনেক। প্রিমিয়ার লিগে কাজটা কখনোই সহজ নয়। তাই এখানে লক্ষ্য পূরণ করতে পারা মানে অনেক বড় কাজ সম্পন্ন করা।'

Comments

The Daily Star  | English

Fakhrul calls for unity among parties to restore democracy

Says empowering people through elections is the shared responsibility of all political forces

1h ago