ট্রাকচাপায় মারা গেলেন ট্রাকচালক ইউনিয়নের নেতা

রফিকুল ইসলাম রতন

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় মারা গেছেন রফিকুল ইসলাম রতন (৫০) নামে ট্রাকচালক ইউনিয়নের এক নেতা। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক এ কে এম শরফুদ্দিন।

নিহত রফিকুল ইসলাম আন্তজেলা ট্রাকচালক ইউনিয়নের শিমরাইল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৫ নম্বর ওয়ার্ডের সাইলোগেট এলাকার বাসিন্দা ছিলেন রফিকুল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ পরিদর্শক শরফুদ্দিন বলেন, রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়েন রফিকুল ইসলাম। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে চাপা দেওয়ার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে।

এই ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের মেয়ে বাদী হয়ে একটি মামলা করেছেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

Comments