চিরিরবন্দর সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

Dinajpur Map
স্টার ডিজিটাল গ্রাফিক্স

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী সীমান্তে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মঞ্জুরুল ইসলাম (২২) চিরিরবন্দর উপজেলার শাহপুর কামারপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা বলছেন, তাকে বিএসএফ গুলি করে হত্যা করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের কাছাকাছি স্থানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে বিষয়টি তারা পুলিশকে অবহিত করে। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিজিবির সহযোগিতায় মরদেহ উদ্ধার করেছে।

২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির জানান, নিহতের বিষয়টি জেনেছি। তবে বিএসএফ গুলি করে হত্যা করেছে কি না তা আমরা নিশ্চিত না। আমরা পতাকা বৈঠক ডেকেছি এ বিষয়ে।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের শরীরে ৪টি গুলির চিহ্ন আছে। মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে কি না এটি এখনো নিশ্চিত না। তবে নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি তাকে বিএসএফ গুলি করে হত্যা করেছে।

Comments

The Daily Star  | English

$14b lost to capital flight a year during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

7h ago