ওয়ানডে দলে খুব একটা রদবদলের জায়গা দেখছেন না সুজন 

Khaled mahmud sujon
ছবি: ফিরোজ আহমেদ

ঢাকা প্রিমিয়ার লিগে পারফর্ম করে আলোচনায় আছেন নাঈম শেখ, এনামুল হক বিজয়। আচমকা বাদ পড়ে ফেরার দাবি জানাচ্ছেন আফিফ হোসেনও। এমনকি মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে কথা হচ্ছে। তবে খালেদ মাহমুদ সুজন বলছেন, থিতু থাকা ওয়ানডে দলে আসলে খুব একটা রদবদলের জায়গা নেই।

এবার প্রিমিয়ার লিগে ৭১.৬৯ গড়ে সর্বোচ্চ ৯৩২ রান করেছেন নাঈম, বিজয়ের ব্যাট থেকে এসেছে ৮৩৪ রান। ঘরের মাঠে সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজে দল থেকে বাদ পড়ার পর প্রিমিয়ার লিগে খেলতে এসে ১৩ ইনিংস ব্যাট করে ৫৫ গড় আর ১১০.৬৬ স্ট্রাইকরেটে ৫৫০ রান করেছেন আফিফ।

জাতীয় দলে জায়গা হারানো অভিজ্ঞ মাহমুদউল্লাহও লিগ শেষ করেছেন পাঁচশোর বেশি রান করে। ১৬ ম্যাচে ১৫ ইনিংস ব্যাট করে ৩৬.৪২ গড় আর ৮৭.১৭ স্ট্রাইকরেটে মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ৫১০ রান।

চলতি বছর অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডে তাদের নাম আলোচনায় আছে। তবে বিসিবি পরিচালক ও আবাহনী কোচ খালেদ মাহমুদ বর্তমান ওয়ানডে স্কোয়াডে খুব একটা নড়চড়ের সুযোগ দেখছেন না,  'জাতীয় দলের দাবি অনেকেই জানাচ্ছে কিন্তু আমাদের ওয়ানডে দলটা কিন্তু থিতু। হৃদয় নতুন খেলোয়াড় গিয়েই কিন্তু খুব ভালো ইনিংস খেলল। ভালো করছে সে। খুব একটা রদবদলের জায়গা নেই।'

জাতীয় দলের বাইরের তারকাদের ভালো করা দলের জন্যই ইতিবাচক দিক মনে করছেন তিনি, 'রিয়াদের কথা কেউ বলতে পারে, বা আফিফ এবছর যেরকম ম্যাচ খেলেছে। আপনি সোহানের কথা বলতে পারেন। বিজয়, নাঈম অনেক খেলোয়াড় আছে। একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা আছে। এই প্রতিযোগিতা থাকলে আমাদের দল আরও শক্ত হবে।'

শুক্রবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে চেমসফোর্ডে ৪৫ ওভারে ৩২০ রানের লক্ষ্যে পৌঁছাতে নজর কাড়েন নাজমুল হোসেন শান্ত আর তাওহিদ হৃদয়।  ৪০ রানে ২ ও ১০১ রানে ৩ উইকেট হারানোর পরিস্থিতি থেকে হৃদয়-শান্ত মিলে গড়েন ১০২ বলে ১৩১ রানের জুটি। ৫৮ বলে ৫ চার, তিন ছয়ে ৬৮ রান করেন ডানহাতি হৃদয়। ৯৩ বলে ১২ চার, ৩ ছক্কায় ১১৭ আসে শান্তর ব্যাটে।

শনিবার ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর শিরোপা উৎসবের মাঝে এই দুই তরুণের প্রশংসা করলেন সুজন,  'দারুণ। আমি মনে করে বাংলাদেশের সেরা একটা জুটি (শান্ত-হৃদয়ের)। চাপের মধ্যে খেলেছে। হ্যাঁ অনেকে বলতে পারে দলটা আয়ারল্যান্ড, মাঠ ছোট ছিল। কিন্তু চাপে ছিলাম কিন্তু আমরা। আমাদের তামিম, সাকিব ও লিটন। তিনটা প্রতিষ্ঠিত খেলোয়াড় আউট হয়ে গিয়েছিল। হৃদয়ের মতো তরুণরা যেভাবে ব্যাট করেছে তাহলে আমরা যেকোনো বড় লক্ষ্য আমরা তাড়া করতে পারব।'

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

10h ago