জামালপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

Child rape logo
স্টার অনলাইন গ্রাফিক্স

জামালপুরের মেলান্দহের একটি মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার আরবি শিক্ষকের বিরুদ্ধে।

অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলাম স্থানীয় মসজিদের ইমামও। 

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, মাদ্রাসা শিক্ষক শিশুটিকে মসজিদের একপাশে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন এবং পালিয়ে যান।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, 'এ বিষয়ে এখনও মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।'

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

1h ago