মগবাজার-মৌচাক-মালিবাগে বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস
প্রতীকী ছবি | সংগৃহীত

পাইপলাইন প্রতিস্থাপন বা অপসারণের জন্য আগামীকাল বৃহস্পতিবার ঢাকার কিছু এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

একইসঙ্গে আরও কয়েকটি এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকবে।

আজ বুধবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রোডের উত্তর পাশের এলাকায়  বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একই সময়ে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়েসহ আশপাশের এলাকায় গ্যাসের চাপ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আজ বুধবারও মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রোডের উত্তর পাশের এলাকায় ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে গতকাল তিতাস গ্যাস জানিয়েছিল।

Comments

The Daily Star  | English

Harris or Trump will inherit a mixed legacy in 2024 US election

Whoever triumphs in the election - Trump or Vice President Kamala Harris - will inherit the legacy of a Biden administration that made good on some promises, saw others swept off-course by events, and others still only partially fulfilled. Here's how Biden fared on the defining issues of his presidency.

1h ago