ডিজিটাল নিরাপত্তা আইনে শিক্ষার্থীর ২ বছর ৭ মাসের কারাদণ্ড

স্টার অনলাইন গ্রাফিক্স

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীকে ২ বছর ৭ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়েত এ রায় দেন।

এ মামলার আসামি ইশরাত জাহান রেলি অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়ার পর তার উপস্থিতিতে আজ এ রায় ঘোষণা করেন আদালত।

ক্ষমার আবেদনে রেলী আদালতকে জানান, ফেসবুকে একটি মন্তব্য করার জেরে দারুসসালাম থানায় তার বিরুদ্ধে মামলা করার পর ২০২০ সালের ৬ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। তার একটি দুগ্ধপোষ্য সন্তান আছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে যেন তার মন্তব্যের জন্য ক্ষমা করা হয়।

এরপর বিচারক তার রায় দেন এবং রেলীকে ২ বছর ৭ মাসের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়। ইতোমধ্যে ২ বছর ৭ মাস যাবৎ কারাগারে থাকায় রেলীর বিরুদ্ধে কোনো থানায় অন্য কোনো মামলা না থাকলে তাকে মুক্তি দেওয়ার নির্দেশও দেন আদালত।

হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় ২০২০ সালের নভেম্বরে রেলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়।

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

22h ago