মেট্রোরেলে ঢিল, ভাঙা জানালা মেরামত করছেন জাপানি প্রকৌশলীরা

ঢিল লেগে কাঁচে চিড় ধরলেও এটি ভেঙে পড়েনি। ছবি: সংগৃহীত

চলন্ত মেট্রোরেলে দুর্বৃত্তদের ছোড়া ঢিলে একটি জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাজধানীর কাজীপাড়া স্টেশনের কাছে এ ঘটনা ঘটে বলে জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ম্যানেজার মাহফুজুর রহমান।
 
ধারণা করা হচ্ছে, পাশের কোনো ভবন থেকে ট্রেন লক্ষ্য করে পাথর বা এ জাতীয় কোনো বস্তু নিক্ষেপ করা হয়।

তিনি বলেন, 'মেট্রোরেলের জানালায় বিশেষ ধরনের কাঁচ ব্যবহার করা হয়েছে। ঢিল লেগে কাঁচে চিড় ধরলেও এটি ভেঙে পড়েনি। এ কারণে কোনো যাত্রী হতাহত হননি। জাপানি প্রকৌশলীরা জানালাটি মেরামতের চেষ্টা করছেন।'

অভিযোগ দেওয়ার পর পুলিশ গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, 'এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।'

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

 

Comments

The Daily Star  | English

BNP proposes term limit for PM, reinstating caretaker government

The party presented 62 proposals to the Constitution Reform Commission

2h ago