চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগের নোমান আল মাহমুদ জয়ী

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন
নোমান আল মাহমুদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ৬৭ হাজার ২০৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ।

আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান।

তিনি জানান, নোমান আল মাহমুদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ পেয়েছেন ৫ হাজার ৮৭ ভোট।

এই নির্বাচনে ভোট প্রদানের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ ছিল বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসন শূন্য হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Comments

The Daily Star  | English
Gen Z factor in geopolitics

The Gen Z factor in geopolitics and the Bangladesh-US dynamics

Gen Z should keep in mind that the US cannot afford to overlook a partner like Bangladesh given the country’s pivotal position in South Asia’s economic landscape.

10h ago