চট্টগ্রাম-৮ উপনির্বাচন

কেন্দ্রে ভোটার ২৫২২, সাড়ে ৩ ঘণ্টায় পড়েছে ৫২ ভোট

চান্দগাঁও আবাসিকে সিডিএ পাবলিক স্কুল ও কলেজ কেন্দ্র। সিডিএ পাবলিক স্কুল কেন্দ্রে ৩ হাজার ৩২০ জন ভোটারের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ২ ঘণ্টায় মাত্র ১০টি ভোট পড়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার সুমন কুমার দে। ছবি: সিফায়াত উল্লাহ/স্টার

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর সাড়ে ৩ ঘণ্টা পর চট্টগ্রাম নগরীর মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রটির ৭টি বুথ ফাঁকা। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫২২ জন। কিন্তু ভোটগ্রহণ শুরুর সময় থেকে সাড়ে ৩ ঘণ্টা অতিবাহিত হলেও ভোট পড়েছে মাত্র ৫২টি।

এই কেন্দ্র ছাড়াও চট্টগ্রাম-৮ বোয়ালখালী-চান্দগাঁও আসনের উপনির্বাচনে ১৯০টি কেন্দ্রের বেশিরভাগের চিত্রই একই রকম।

জানতে চাইলে মোহাম্মদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আতিকুর রহমান বলেন, 'আমার কেন্দ্রে নৌকা ও মোমবাতি প্রতীকের প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট নেই।'

চান্দগাঁও আবাসিকে সিডিএ পাবলিক স্কুলে দেখা যায়, অলস সময় পার করছেন ভোটগ্রহণকারীরা। ভোটারের উপস্থিতি কম। কেন্দ্রটিতে ৩ হাজার ৩২০ জন ভোটারের মধ্যে সকাল ১০টা পর্যন্ত ২ ঘণ্টায় মাত্র ১০টি ভোট পড়েছে বলে জানান প্রিসাইডিং অফিসার সুমন কুমার দে। এই কেন্দ্রে নৌকার প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট উপস্থিত ছিল না।

শমসের পাড়া চাঁন্দ মিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কথা হয় ষাটোর্ধ আমির খাতুনের সঙ্গে। কেন্দ্রটিতে ভোটার সংখ্যা ৩ হাজার ৬৪২ জন। সকাল থেকে ২ ঘণ্টায় সেখানে ভোটগ্রহণ হয়েছে ১১৭টি।

আমির খাতুন ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, '৩০ বছর ধরে ভোট দিচ্ছি। আমার ভোট আমি নিজে দিছি, অন্য কেউ দিতে পারে নাই।'

এমন উত্তরের পর তাকে প্রশ্ন করা হয়, আগে তার ভোট অন্য কেউ দিয়েছে কি? মৃদু হাসিতে প্রশ্নটি এড়িয়ে যান তিনি।

সিডিএ পাবলিক কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জয়ন্ত চন্দ্র ভৌমিক বলেন, 'ভোটার উপস্থিতি কম হলেও পরিবেশ শান্তিপূর্ণ। এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অভিযোগ পাইনি ভোটারদের কাছ থেকে।'

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয় এই উপনির্বাচনে।

আসনটিতে ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন ভোটার আছেন।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নোমান আল মাহমুদ, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপির কামাল পাশা এবং একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রমজান আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-৮ আসনের তৎকালীন সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। এরপর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

 

Comments

The Daily Star  | English

Crowd control: Police seek to stop use of lethal weapon

The police may stop using lethal weapons and lead pellets for crowd control as their widespread use during the July mass uprising led to massive casualties and global criticism.

10h ago