‘ধোনির কথা শুনলে পারফর্ম না করে থাকা যায় না’

Ajinkya Rahane

এবার আইপিএলে আজিঙ্কা রাহানেকে নতুন করে চিনছে মানুষ। চিরচেনা রয়েসয়ে খেলার ধরণ বদলে তিনি যেন বিস্ফোরক ব্যাটারদের নতুন উদাহরণ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আরেকটি ঝাঁজালো ইনিংসের পর রাহানে জানালেন, অধিনায়ক মাহেন্দ্র সিং  ধোনির কথা থেকে পরিষ্কার চিন্তায় নিজের খেলাটা উপভোগ করার সুযোগ পাচ্ছেন তিনি।

রোববার ইডেন গার্ডেন্সে রাহানে দেখান মুন্সিয়ানা। তিনে ব্যাট করতে নেমে ২৯ বলে ৬ চার, ৫ ছক্কায় অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসে তার স্ট্রাইকরেট ২৪৪.৮২। রাহানের এমন খ্যাপাটে দিনে ২০ ওভারে ২৩৫ রানের পাহাড়ে চড়ে ৪৯ রানে ম্যাচ জিতে নেয় চেন্নাই সুপার কিংস।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭ বলে ৬১। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দুই ম্যাচে ১৯ বলে ৩১ ও ২০ বলে ৩৭। রাহানে একই ধাঁচে খেলছেন সব ম্যাচেই। এবার ৫ ম্যাচে ৫২.২৫ গড়ে ২০৯ রান করেছেন ১৯৯.০৪ স্ট্রাইকরেটে! টুর্নামেন্টে এখনো পর্যন্ত দুইশোর বেশি রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে তার স্ট্রাইকরেটই সবচেয়ে বেশি।

কলকাতাকে জিতিয়ে ম্যাচ সেরা হয়ে আসার পর জানালেন, অধিনায়ক ধোনিই মূলত এমন কিছু বলেন যাতে উদ্দীপ্ত না হয়ে পারা যায় না,  'আমি আমার ব্যাটিং উপভোগ করছি। আমি মনে করছি সেরাটা এখনো আসা বাকি। এটা দারুণ শিক্ষণীয়। আমি মাহি (মাহেন্দ্র সিং ধোনি) ভাইয়ের অধীনে জাতীয় দলে অনেক বছর খেলেছি, এখন সিএসকের হয়ে খেলছি ও শিখছি। আপনি যতি তার কথা মন দিয়ে শুনেন আপনি তাহলে পারফর্ম না করে থাকতে পারবেন না।' 

ইডেনে এদিন সব মিলিয়েই দারুণ খেলেছে চেন্নাই। রতুরাজ গায়কোয়াড় আর ডেভন কনওয়ের ৭৩ রানের উদ্বোধনী জুটিত ভিত পেয়েই উড়তে থাকেন রাহানে। দলকে নিয়ে যান চূড়ায়,  'আমার পরিষ্কার একটা মাইন্ডসেট ছিল। আপনি কান যদি পরিষ্কার থাকে, মাথা তাহলে ঠিক থাকে এবং আপনি ঠিক পথে থাকবেন। আমি আমার খেলাটা উপভোগ করছি। উইকেট একটু স্টিকি ছিল। কিন্তু আপনি যখন খেলায় ঢুকে যাবেন আপনি বড় সুযোগ তৈরি হবে। আমরা দারুণ শুরু পেয়েছিলাম, আমি পরে শট খেলে মোমেন্টাম ধরে রাখতে চেয়েছি।'

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

8h ago