রাজনৈতিক ব্যক্তিত্ব পঙ্কজ ভট্টাচার্য লাইফ সাপোর্টে

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। ছবি: সংগৃহীত

ঐক্য ন্যাপের সভাপতি ও দেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য গুরুতর অসুস্থ। ৮৩ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ এখন ঢাকায় হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

হাসপাতালে অধ্যাপক কামরুল হুদার অধীনে পঙ্কজ ভট্টাচার্যের চিকিৎসা চলছে বলে তার পারিবারের সূত্রে জানা গেছে।

পঙ্কজ ভট্টাচার্যের জন্ম ১৯৩৯ সালের আগস্ট মাসে। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া গ্রামে বেড়ে ওঠেন তিনি। তার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন।

হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের ডা. লেনিন চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'পঙ্কজ ভট্টাচার্য আজ সকালে হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে আমরা তাকে লাইফ সাপোর্টে রেখেছি।'

কিছু বার্ধক্যজনিত জটিলতায় পঙ্কজ ভট্টাচার্যকে গত ১৭ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলেও জানান ডা. লেনিন চৌধুরী।

পঙ্কজ ভট্টাচার্য বামপন্থী আদর্শে বিশ্বাসী রাজনীতিবিদদের একজন। তিনি তার আদর্শ ধরে রেখে প্রায় সারা জীবন কাটিয়েছেন।

 

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago