জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বোমা হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

সন্দেহভাজন বোমা হামলাকারী কিমুরা রিউইজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: রয়টার্স

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।

আগামী ২৩ এপ্রিল দেশটিতে স্থানীয় নির্বাচনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ভোটাররা ছোট পৌরসভাগুলোর মেয়র এবং আইন পরিষদ সদস্যদের বেছে নেবেন।

নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য কিশিদা ওয়াকাইয়ামা প্রদেশের সাইকাযাকি সিটির সাইকাযাকি বন্দর পরিদর্শনের সময় এই হামলার শিকার হন।

জাপানের পুলিশ জানায়, তারা পশ্চিম জাপানের একটি বন্দরে বোমা নিক্ষেপকারী সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, সেখানে প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর বক্তৃতা দেওয়ার কথা ছিল।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে তার বক্তৃতার আয়োজন বাতিল করা হয়।

পুলিশের ভাষ্য, সন্দেহভাজন ওই ব্যক্তি হিয়োগো জেলার কাওয়ানিশি শহরের বাসিন্দা ২৪ বছর বয়সী কিমুরা রিউইজি।  

কিশিদার বরাত দিয়ে জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, একটি প্রচারণা অনুষ্ঠানে তার অদূরে একটি বস্তুকে নিক্ষিপ্ত হতে দেখেন কিশিদা এবং বিস্ফোরণের মুহূর্ত-খানেক আগেই তিনি সেখান থেকে সরে যান।

এক প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, সন্দেহভাজন ব্যক্তি মাটিতে কিছু একটা ফেলে দেওয়ার প্রায় ১০ সেকেন্ডের মধ্যে বিস্ফোরণের শব্দ শুনি। আমি জানি না এটি ঠিক কী ছিল, তবে এমন মনে হয়েছে যে, আমার পাশ দিয়ে মাত্র উড়ে যাওয়া একটি বস্তু থেকেই এই বিস্ফোরণের শব্দ এসেছে।

এরপর অবশ্য কিশিদা জেআর ওয়াকাইয়ামা স্টেশনের সামনে স্বাভাবিকভাবেই বক্তব্য রাখেন।

সেখানে কিশিদা বলেন, 'আমরা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন করছি এবং এর শেষ পর্যন্ত আমাদের একত্রে কাজ করতে হবে।'

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে নারা শহরে নির্বাচনী প্রচারের বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়।

এই ঘটনায় ৪২ বছর বয়সী ইয়ামাগামি তেৎসুইয়াকে হত্যাসহ বেশ কয়েকটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

Comments

The Daily Star  | English

CSA to be replaced with new Cyber Protection Act: Asif Nazrul

The interim government is set to replace the Cyber Security Act with a proposed Cyber Protection Act, Law Adviser Asif Nazrul said today

16m ago