৫ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিলো আ. লীগ

বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আসন্ন ৫ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আজ শনিবার দুপুরে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে গণভবনের সামনে ব্রিফিংয়ে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানিয়েছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, 'আজকের এই সভায় আমরা আসন্ন ৫টি সিটি করপোরেশন ও ৫টি পৌরসভা, ৩টি উপজেলা এবং ৭টি ইউনিয়ন পরিষদের জন্য প্রার্থী মনোনয়ন দিয়েছি।'

সিটি করপোরেশন নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন—রাজশাহীতে বর্তমান মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটন, খুলনায় তালুকদার আব্দুল খালেক, বরিশালে আবুল খায়ের আব্দুল্লাহ, গাজীপুরে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী।

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, 'যারা মনোনয়ন চেয়েছে আমরা তাদের প্রার্থিতা কতটা গ্রহণযোগ্য হবে সংশ্লিষ্ট এলাকায় সেটা বিবেচনা করেই আমরা একজনকে বেছে নিয়েছি। একাধিক প্রার্থী ছিল কিন্তু মনোনয়ন তো দিতে হবে একজনকে। আমরা কাকে বেছে নেব সেটা মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত।'

৫টি সিটিতে ৪১ জন প্রার্থী ছিলেন, এতে ভোটের মাঠে প্রভাব পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, 'সব কিছু চিন্তা-ভাবনা করেই আমরা মনোনয়ন দিয়েছি। কাজেই এখানে কী প্রভাব ফেলবে, কী ফেলবে না; প্রভাবে কথা ভেবেই তো মনোনয়ন দেওয়া হয়েছে।'

গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন সিটি নির্বাচনের তফশিল ঘোষণা করে। তফশিল অনুযায়ী ২৫ এপ্রিল গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

EC preparing to hold next national polls in December

Election Commissioner Abul Fazal says after briefing development partners about the next polls

1h ago