রাজনীতিতে ধর্ম ব্যবহার বন্ধ করতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

গাজীপুরে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। ছবি: সংগৃহীত

'অনেকে নিজেকে সংখ্যালঘু ভাবেন। এ শব্দটা মুছে ফেলতে হবে। কারণ বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই রক্তের বিনিময়ে স্বাধীন করেছে। আমরা সবাই বাংলাদেশি এবং আমরা বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ।'

আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত 'ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

তিনি বলেন, 'আমাদের ভেতরে ভেদাভেদের কোনো প্রশ্ন আসতে পারে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে চাই, বাঙালি হিসেবে থাকতে চাই। এ দেশে বসবাসের জন্য সবারই সমঅধিকার রয়েছে। এ অধিকার আদায়ে আমরা সচেষ্ট থাকবো। বাঙালি হিসেবেই আমরা নিজেদের অধিকার নিয়ে বসবাস করতে চাই। এটাই আমাদের থিউরি।'

তিনি আরও বলেন, 'সকলকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হতে হবে। স্ট্যাটাস দেওয়ার সময় অবশ্যই সজাগ থাকতে হবে। এমন কোনো স্ট্যাটাস দেওয়া যাবে না যাতে সাম্প্রদায়িক সম্প্রীতিতে কোনো ধরনের আঘাত আসে।'

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, 'অনেকে মনে করেন, কী করে এটা সম্ভব যে আমেরিকার মতো এ দেশ হবে, রাশিয়ার মতো এ দেশ হবে, সুইজারল্যান্ডের মতো এ দেশ হবে। আসলেই এটা সম্ভব। আমাদের ১০টি মেগা প্রকল্প আছে। আজকে এক পদ্মা সেতু থেকে আমাদের দৈনিক আয় ৩ কোটি টাকার উপরে। এতে বছরে যে অংক দাঁড়ায়, এক সময় আমাদের দেশের বাজেটও এতো টাকা ছিল না। এবার চালু হয়েছে মেট্রোরেল।'

তিনি চট্টগ্রামের কর্ণফুলী টানেলের কথা উল্লেখ করে বলেন, 'এটি চালু হলে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে দূরত্ব কমে যাবে প্রায় অর্ধেক। এতে জ্বালানি খরচ অর্ধেক কমে যাবে, সময়ও লাগবে অর্ধেক। বাকি অর্ধেক সময় মানুষ অন্য কাজে লাগাতে পারবে। অর্থাৎ কাজ করার সময়টা বেড়ে যাবে। এ ছাড়া টানেল ব্যবহারকারীদের কাছ থেকে নেওয়া টোল যোগ হবে। আরও ৭টি মেগা প্রকল্প যখন হয়ে যাবে, তখন আমাদের জিডিপির হার বেড়ে যাবে বর্তমান সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ।'

'দেশ যখনই এগিয়ে যায়, তখনই এক শ্রেণীর মানুষ ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। রাজনীতিতে ধর্ম ব্যবহার বন্ধ করতে হবে। এ জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে,' যোগ করেন তিনি।

এই আয়োজনে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।

Comments

The Daily Star  | English

Shammo murder: DMP chief pledges to end probe within a week

Says case to be sent to a special tribunal after investigation

1h ago