ওসি হারুনের চূড়ান্ত পরিণতি ও অমীমাংসিত প্রশ্নের উত্তর নিয়ে ‘মহানগর ২’

ওয়েব সিরিজ মহানগর ২

আশফাক নিপুন পরিচালিত 'মহানগর ২' ওয়েব সিরিজের ট্রেলার গতকাল প্রকাশিত হয়েছে।

আগামী ২০ এপ্রিল হইচইতে মুক্তি পেতে যাচ্ছে সিরিজটির দ্বিতীয় সিজন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই ড্রামা-থ্রিলার সিরিজের প্রথম সিজনে আমরা দেখেছি, এই মহানগরে এক রাতে ঘটে যাওয়া অনেক কাহিনি। কিন্তু এসবের শেষে রাখা আছে বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন।

রেখে যাওয়া প্রশ্নের উত্তরের পাশাপাশি ওসি হারুনের চূড়ান্ত পরিণতি দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

ওসি হারুন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়া, আরও আছেন ফজলুর রহমান বাবু, আফসানা মিমি, শ্যামল মাওলা, বৃন্দাবন দাস, তানজিকা আমিন ও দিব্য জ্যোতি।

মোশাররফ করিম বলেন, 'ওসি হারুন আমার অভিনীত চরিত্রগুলোর মধ্যে অন্যতম প্রিয়। এই চরিত্রের প্রতি মানুষের যে ভালবাসা, প্রশংসা ও পজিটিভ ফিডব্যাক পেয়েছি, তা আমার ও পুরো মহানগর টিমের জন্য সত্যি অনেক বড় পাওয়া।'

'সিজন-২'র গল্পে এমন কিছু পাওয়া যাবে যা আগে কখনো কেউ দেখেননি। দর্শকরা অবশ্যই পছন্দ করবেন,' যোগ করেন তিনি।

পরিচালক আশফাক নিপুন বলেন, 'মহানগর আমার হৃদয়ের খুব কাছের একটি সিরিজ। দর্শকরা সিরিজটি যেভাবে দেখেছেন এবং সমর্থন করেছেন পাশাপাশি দ্বিতীয় সিজনের জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তা দেখে আমি সত্যি খুব আনন্দিত।'

তিনি আরও বলেন, 'এইবারই প্রথম হইচই বাংলাদেশ থেকে একটি শোর দ্বিতীয় সিজন মুক্তি পেতে যাচ্ছে। আশা করছি, দর্শকদের প্রত্যাশা অনুযায়ী মানসম্পন্ন গল্প ও বিনোদন দিতে পারব।'

Comments

The Daily Star  | English

Govt to announce recruitment of 22,000 officials today

Senior secretary of the Ministry of Public Administration will provide further details at a press conference around 1:00pm

7m ago