স্বেচ্ছাসেবক দল-শ্রমিক লীগের পাল্টাপাল্টি কর্মসূচি: খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

স্টার অনলাইন গ্রাফিক্স

খাগড়াছড়ি জেলা সদরে একই স্থানে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

গতকাল শুক্রবার রাতে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামানেরর সই করা এক বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত আদেশ দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮ এপ্রিল কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মাঠে জেলা বিএনপি ইফতার মাহফিল আয়োজন করে। অন্যদিকে জাতীয় শ্রমিক লীগ পৌর শাখা একই স্থানে শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণ করবে বলে জানায়। মাহফিল ও সমাবেশ চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। 

তাই শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বাস টার্মিনালসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

এর আগে সকালে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় ইফতার মাহফিলে বাঁধা না দেওয়ায় আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। বাঁধা দিলে সড়ক অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
 

Comments

The Daily Star  | English

World Bank lowers growth forecast for Bangladesh to 3.3% in FY25

The WB attributed the overall deceleration in the first three quarters of FY25 to a sharp decline in private and public investment

53m ago