‘সরকারের সমালোচনাকে দেশবিরোধী বলে সংবাদমাধ্যম বন্ধ করা যাবে না’
সরকারের সমালোচনা করাকে 'দেশবিরোধী' উল্লেখ করে কোনো সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট।
আজ বুধবার মালয়ালম ভাষায় সম্প্রচারিত টিভি চ্যানেল 'মিডিয়া ওয়ান' এর লাইসেন্স বাতিলের প্রসঙ্গে এ মন্তব্য করেছে ভারতের সুপ্রিম কোর্ট।
২০২২ সালের ৩১ জানুয়ারি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে অভিযোগ তুলে ওই টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল করেছিল কেন্দ্রীয় সরকার। চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। কেন্দ্রের নির্দেশ বহাল রেখেছিলেন কেরালার হাইকোর্টও।
আজ সুপ্রিম কোর্ট সেই নির্দেশ খারিজ করে জানান, ওই চ্যানেল আবার চালু করতে কোনো অসুবিধা নেই।
ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি হিমা কোহলির বেঞ্চ ওই চ্যানেলের সম্প্রচার আবার চালুর নির্দেশ দিয়ে বলেন, সরকারের নীতি ও কর্মের যে সমালোচনা মিডিয়াওয়ান চ্যানেল করেছে, সেটিকে দেশবিরোধী হিসেবে উল্লেখ করা যাবে না। শক্তিশালী গণতন্ত্রের স্বার্থে স্বাধীন সংবাদমাধ্যম অপরিহার্য।
ভারতের সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে বলেন, সংবাদপত্রকে সরকারের সমর্থন করতেই হবে, এমন অবস্থান সরকার নিতে পারে না। সরকারের সমালোচনা কোনো টিভি চ্যানেলের লাইসেন্স বাতিলের কারণ হতে পারে না।
Comments