রোকিয়া আফজাল রহমান আর নেই

রোকিয়া আফজাল রহমান, মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতাল, সিঙ্গাপুর,
রোকিয়া আফজাল রহমান। স্টার ফাইল ছবি

মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারপারসন রোকিয়া আফজাল রহমান মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

আজ বুধবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

আগামীকাল সন্ধ্যায় তার মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে।

রোকিয়া আফজাল রহমান ২ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর আগ পর্যন্ত তিনি মিডিয়া স্টারের পরিচালক শেয়ারহোল্ডার ও এবিসি রেডিওর শেয়ারহোল্ডার পরিচালক ছিলেন। 

তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

আগামী শুক্রবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে।

Comments

The Daily Star  | English
dialogue on July proclamation

Dialogue on July proclamation next week: Mahfuj Alam

He said that all political parties and other stakeholders will participate

2h ago