পদ্মা সেতুতে ট্রেনের ট্রায়াল রান, ঢাকা-ভাঙ্গা রুট চালু সেপ্টেম্বরে
প্রথমবারের মতো পদ্মা সেতুতে নবনির্মিত ভাঙ্গা-মাওয়া রেললাইনে বিশেষ ট্রেন পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ে।
আজ মঙ্গলবার দুপুর ১টা ২২ মিনিটে ভাঙ্গা স্টেশন থেকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকদের নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে।
দুপুর ২টা ৩৫ মিনিটে ট্রেনটি জাজিরায় পদ্মা স্টেশন দিয়ে যাওয়ার সময় কর্মীরা বাংলাদেশ ও চীনের পতাকা হাতে ট্রেনটিকে স্বাগত জানায়।
দুপুর ২টা ৪৮ মিনিটে ট্রেনটি খুব ধীর গতিতে পদ্মা সেতুর নিচের ডেকে প্রবেশ করে। এসময় ট্রেনের ভেতরে দেশাত্মবোধক গান চলছিল।
যাত্রা শুরুর আগে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, 'প্রধানমন্ত্রী তার স্বপ্ন একটা একটা করে বাস্তবায়ন করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আজ ট্রেনের ট্রায়াল রান চলছে।'
তিনি বলেন, 'আগামী আগস্টের মধ্যে রেলওয়ের কাজ শেষ হবে এবং সেপ্টেম্বরে ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত ট্রেন চলাচল করবে। প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে ট্রেন চলাচল উদ্বোধন করবেন।'
রেলমন্ত্রী আরও বলেন, 'আমরা রেলকে যশোর পর্যন্ত নিয়ে যাব। তবে তার জন্য আমাদের ২০২৪ সালের জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।'
পদ্মা সেতুর রেললিংক প্রকল্প সূত্র জানায়, যাত্রীদের জন্য ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া পর্যন্ত ৪টি স্টেশন ও ১টি জংশন স্টেশন নির্মান করা হচ্ছে। এগুলো হলো-ভাঙ্গা স্টেশন, ভাঙ্গা জংশন স্টেশন, শিবচর স্টেশন, পদ্মা স্টেশন ও মাওয়া স্টেশন।
Comments