জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু
![Joypurhat Map Joypurhat Map](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/feature/images/joypurhat_0.jpg)
জয়পুরহাট শহরে ট্রেনের ধাক্কায় জাহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এদিন ভোররাতে শহরের ডাকবাংলা লেভেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জাহিদুল ইসলামের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল মাস্টারপাড়ায়। তার বাবার নাম সাহেব আলী।
মোক্তার হোসেন জানান, ভোররাতে শহরের ডাকবাংলো লেভেল ক্রসিং এলাকায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়।
Comments