মালয়েশিয়ায় নদীতে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

মালয়েশিয়ায় নদীতে পড়ে এক বাংলাদেশি শ্রমিক মারা গেছেন।  

মৃত ব্যক্তির নাম মো. কাশেম সিকদার (৩৫)।

গতকাল শনিবার সকালে কেলানতান রাজ্যের কাম্পুং স্টারের তেনাগা ন্যাশনাল বেরহাদ (টিএনবি) জলবিদ্যুৎ প্রকল্প সাইটে কাজ করার সময় নেংগিরি নদীতে পড়ে তিনি মারা যান।

গুয়া মুসাং জেলার পুলিশ প্রধান সুপার সিক চুন ফু জানান, গতকাল দুপুরের দিকে এ ঘটনা ঘটে। কাশেম সিকদার লোহার পাইপে উঠতে গিয়ে নদীতে পড়ে যান বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার সময় কাশেম ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পরে ছিলেন। দুর্ঘটনাটি একজন তত্ত্বাবধায়ক দেখলেও প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা যায়নি। পরে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তার মরদেহ পাওয়া যায়।

সিক চুন ফু বলেন, 'ঘটনাস্থলে তদন্তে কোনো অপরাধমূলক উপাদান পাওয়া যায়নি। বাংলাদেশি শ্রমিকের মরদেহ পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য গুয়া মুসাং হাসপাতালে পাঠানো হয়েছে।'

ঘটনাটিকে 'আকস্মিক মৃত্যু' হিসেবে রেকর্ড করা হয়েছে বলে সিক চুন ফু জানিয়েছেন।

লেখক: মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি সাংবাদিক

Comments

The Daily Star  | English

Ishraque announces suspension of protest for 48 hours

He made the announcement while talking to the party men in front of Kakrail mosque this afternoon

20m ago