সৌদিতে বাস দুর্ঘটনা: বেশ কয়েকজন বাংলাদেশি নিহতের আশঙ্কা

দুর্ঘটনাকবলিত বাস। ছবি: আল এরাবিয়া

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমে বাস দুর্ঘটনায় অন্তত ১৮ বাংলাদেশি আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার কনসাল জেনারেল মুহাম্মদ নাজমুল হক ডেইলি স্টারকে বলেন, 'বাসটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৫ জন বাংলাদেশি। দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা কেউ বাংলাদেশি নন।'

'মরদেহগুলো পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে সময় লাগবে। আমরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জন বাংলাদেশিকে শনাক্ত করতে পেরেছি,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'আমরা আশঙ্কা করছি নিহতদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি আছেন। কিন্তু তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।'

ঘটনাস্থলে ২ সদস্যের একটি দল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

দুর্ঘটনার পর ৮ জন বাংলাদেশি নিখোঁজ আছেন।

তারা হলেন, নোয়াখালীর শহিদুল ইসলাম ও মো. হেলাল, কুমিল্লার মুরাদনগরের মামুন মিয়া ও রাসেল মোল্লা, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ, গাজীপুরের টঙ্গির মো. ইমাম হোসাইন রনি এবং চাঁদপুরের বাবু মিয়া।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ওমরাহ যাত্রীবাহী বাসটি একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় এবং পরে আগুন ধরে যায়। এতে ২২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।

আসির প্রদেশ ও আভা শহরের সংযোগকারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ওমরাহ পালনে মক্কা যাচ্ছিলেন।

 

Comments

The Daily Star  | English

Consensus reached to establish permanent HC benches in divisional level: Ali Riaz

Broad agreement among parties regarding decentralisation of the judiciary, he said

57m ago