ঢাবির বাংলা বিভাগ 

পরীক্ষার সময় কান-মুখ দৃশ্যমান রাখার সিদ্ধান্ত ৬ মাস স্থগিত করলেন হাইকোর্ট

হাইকোর্ট
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা ও প্রেজেন্টেশনের সময় কানসহ মুখ দৃশ্যমান রাখার সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে ঢাবির বাংলা বিভাগের এই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

ঢাবির বাংলা বিভাগের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বিভাগের ৩ শিক্ষার্থীর রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

গত ১৯ ফেব্রুয়ারি আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজের মাধ্যমে রিট আবেদন করেছিলেন ৩ শিক্ষার্থী। রিটে বলা হয়, এই সিদ্ধান্ত তাদের ধর্মীয় বিশ্বাস ও স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক, তাই এটি অবৈধ ঘোষণা করতে হবে।

ফয়জুল্লাহ ফয়েজে দ্য ডেইলি স্টারকে বলেন, গত বছরের ১১ ডিসেম্বর বাংলা বিভাগ থেকে একটি নোটিশ জারি করে শিক্ষার্থীদের সব পরীক্ষা ও প্রেজেন্টেশনের সময় কানসহ মুখ দৃশ্যমান রাখতে বলা হয়।

Comments