হজযাত্রীদের রমজানে একবারের বেশি ওমরাহ না করার আহ্বান

রয়টার্স ফাইল ফটো

রমজান মাসে হজযাত্রীদের একবারের বেশি ওমরাহ পালন না করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

আজ সোমবার আল আরাবিয়া নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভিড় যাতে কম হয় এবং হজযাত্রীদের সবাই যাতে ওমরাহ পালন করতে পারেন, সেজন্য প্রত্যেককে একবারের বেশি ওমরাহ পালন না করার আহ্বান জানানো হয়েছে।

কোভিড-১৯ মহামারির আগে মক্কায় হজযাত্রীদের অতিরিক্ত ভিড়ে চাপে পড়তে হয়েছিল সৌদি কর্তৃপক্ষকে। হজ পালনকালে হাজিরা যাতে নিরাপদে থাকতে পারেন, সেই লক্ষ্য নিশ্চিতেই কাজ করে সৌদি কর্তৃপক্ষ।

হজের সময়কাল ছাড়া বছরের যেকোনো সময়েই আগ্রহীরা মক্কায় ওমরাহ পালন করতে যেতে পারেন।

রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মুসলিম ওমরাহ পালন করতে সৌদি আরবে যান।

গত ২৩ মার্চ থেকে সৌদি আরবে রোজা শুরু হয়, যা শেষ হবে আগামী ২১ এপ্রিল।

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago