‘সারাদেশে একই দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা হবে’

স্টার ফাইল ছবি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. নূরুল আমিন বলেছেন, ভোক্তা পর্যায়ে সারাদেশে একই দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা হবে।

আজ শনিবার সকালে চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় দীর্ঘদিন বন্ধ থাকা ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রটিতে দ্রুত উৎপাদন শুরুর তাগিদ দেন তিনি।

নূরুল আমিন বলেন, 'বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারণ করা নতুন দামে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডার গ্যাস ১ হাজার ৪২২ টাকা। কিন্তু ডিলার থেকে শুরু করে খুচরা বিক্রেতা অনেকেই তা মানেন না। জেলা ও উপজেলা পর্যায়ে কোথাও কোথাও এই গ্যাস ৫০ থেকে ১০০ টাকা বেশি রাখা হয়। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

ইতোমধ্যে এ বিষয়ে বেশকিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী নুরুল আবছার বলেন, 'চাঁদপুর শহরের বালুরমাঠে ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পরিচালিত চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র চালু করেন। যদিও ২০১২ সালে এটি উৎপাদনে আসে। একটানা ১০ বছর জাতীয় গ্রিডে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করলেও গ্যাস সংকটের কারণে এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। এছাড়া বেশকিছু যন্ত্রাংশ অচল হয়ে পড়ায় রক্ষণাবেক্ষণের জন্য গত ডিসেম্বর এটি পুরোপুরি বন্ধ থাকে। আবারও এই কেন্দ্রটিকে উৎপাদনে ফেরাতে দিনরাত কাজ চলছে।'

Comments

The Daily Star  | English

Climate finance: $250b a year needed

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

7m ago