একদিনে জ্যাক ডরসের ৫২৬ মিলিয়ন ডলার ‘হাওয়া’
নিউইয়র্কের বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান 'হিনডেনবার্গ রিসার্চের' নতুন প্রতিবেদন প্রকাশের পর একদিনে ৫২৬ মিলিয়ন ডলার খুইয়েছেন ব্লক ইঙ্কের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসে।
আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়ে বলেছে—হিনডেনবার্গ রিসার্চের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর চলতি বছরের শুরুতে ভারতীয় ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠানগুলোর শেয়ারে যেমন ধস নামে তেমনি ধস নেমেছে জ্যাক ডরসের প্রতিষ্ঠানের শেয়ারে।
আদানির প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম ১০ বিলিয়ন ডলার কমে গেলে ব্লুমবার্গ প্রকাশিত বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় সেসময় দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানির অবস্থান নেমে এখন ২১-এ দাঁড়িয়েছে। বর্তমানে তার সম্পদের মূল্য ৬০ বিলিয়ন ডলার।
ব্লক ইঙ্ক সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, এই প্রতিষ্ঠানটি অনেক প্রতারণার ঘটনা উপেক্ষা করেছে।
গতকাল হিনডেনবার্গের অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ আনা হয়, ব্লক পুঁজিবাজারে তাদের শেয়ারের দাম নির্ধারণে কারসাজি করেছে। তবে প্রতিষ্ঠানটি এ অভিযোগ অস্বীকার করেছে।
প্রতিবেদনটি প্রকাশের পর ব্লকের শেয়ারের দাম ১ দিনেই সর্বোচ্চ ২২ শতাংশ কমে যায়।
সংবাদ প্রতিবেদন অনুসারে, গত বৃহস্পতিবার পুঁজিবাজারে ১ দিনে ৫২৬ মিলিয়ন ডলার 'খুইয়েছেন' ডরসে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচক অনুসারে তার সম্পত্তির মূল্য ১১ শতাংশ কমে এখন ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার হয়েছে।
জ্যাক ডরসে টুইটারের সহ-প্রতিষ্ঠাতা হলেও তার মূল ব্যবসা ব্লকের সঙ্গে।
Comments