বিমানের সার্ভারে আক্রমণ করা ম্যালওয়্যারটি দেশে প্রথম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ই-মেইল সার্ভারে আক্রমণ করার জন্য যে ম্যালওয়্যারটি ব্যবহার করা হয়েছে, এ ধরনের ম্যালওয়্যার বাংলাদেশে প্রথম দেখা গেছে।

আজ বৃহস্পতিবার বিমানের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বিমানের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিমানের ই-মেইল সার্ভারে আক্রমণে ব্যবহৃত ম্যালওয়্যারের প্যাটার্নটিকে জিরো ডে অ্যাটাক বলা হয়। এটি আইটি কর্মকর্তা এবং ডিজিটাল সিকিউরিটি এজেন্সির তদন্তকারী কর্মকর্তারা আগে দেখেননি।'

ডিজিটাল সিকিউরিটি এজেন্সির তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, 'সার্ভারের সব ফাইল এক্সটেনশন এবং ফাইল ভলিউম ম্যালওয়্যার আক্রমণের পরও আগের মতোই রয়েছে।'

'তদন্ত কর্মকর্তারা ম্যালওয়্যার আক্রমণের মূল কারণ এবং উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন। এটি করার জন্য আরও তদন্তের প্রয়োজন', যোগ করেন তিনি।

বিভিন্ন ওয়েবসাইট অনুসারে, 'জিরো ডে' বাগ সফটওয়্যারের এমন দুর্বলতা যার বিষয়ে আগে অবগত থাকেন না সফটওয়্যারের নির্মাতা বা বিক্রেতা। ফলে এর মাধ্যমে সফটওয়্যারের ক্ষতি বা সিস্টেম থেকে ডেটা চুরি করা যায়।

সফটওয়্যারের এ ধরনের দুর্বলতা সমাধানে ১ দিনও সময় পান না নির্মাতারা, সে কারণে এর নাম দেওয়া হয়েছে 'জিরো ডে অ্যাটাক'।

যারা এই 'জিরো ডে অ্যাটাক' চালায়, উদ্দেশ্যের ওপর ভিত্তি করে তাদের বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়।

 

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

5h ago