শিবচর

ফিটনেস সনদ ছাড়াই চলছিল ইমাদ পরিবহনের বাসটি

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় গতকাল রোববার ঢাকাগামী ইমাদ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত

ফিটনেস সনদ ছাড়াই চলছিল মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় দুর্ঘটনাকবলিত ইমাদ পরিবহনের বাসটি।

আজ রোববার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে, বাসটির (ঢাকা মেট্রো ব ১৫-৩৩৪৮) ফিটনেস সনদের মেয়াদ চলতি বছরের জানুয়ারিতে শেষ হয়ে গেছে।

বিআরটিএ আরও জানিয়েছে, বাসটির বৈধ নিবন্ধন ও ট্যাক্স টোকেন রয়েছে।

দুর্ঘটনার পরে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। তিনি ডেইলি স্টারকে বলেন, 'আমাদের ধারণা বাসটি বেপরোয়া গতিতে চলছি। সেই কারণে চাকা ফেটে যাওয়ার পরে চালক নিয়ন্ত্রণ করতে পারেননি।'

তিনি আরও বলেন, 'তদন্তের পরে এই বিষয়ে বিস্তারিত বলা যাবে। বেপরোয়া গতিই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কারণ। বিশেষত যে এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।'

এদিন সকালে কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের বাস ‍দুর্ঘটনায় এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

9m ago