ভারতের বিপক্ষে ওয়ানডেতেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্মিথ

Steve Smith
স্টিভেন স্মিথ

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন মায়ের অসুস্থতায় দেশে ফিরে গিয়েছিলেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। পরে মায়ের মৃত্যুর হলে কামিন্সের আর ফেরা সম্ভব হয়নি। শোকে কাতর কামিন্স থাকছেন না ওয়ানডে সিরিজেও। শেষ দুই টেস্টে নেতৃত্ব দেওয়া স্টিভেন স্মিথ তাই ওয়ানডেতেও সামলাবেন দায়িত্ব।

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলেই মায়ের অসুস্থতায় অস্ট্রেলিয়া ফিরে যান কামিন্স। আর সুস্থ হওয়া হয়নি কামিন্সের মায়ের। গত সপ্তাহে মাতৃহারা হন তিনি। এই অবস্থায় লম্বা সময়ের ছুটি পাচ্ছেন এই পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাই নেতৃত্ব দেবেন স্মিথ। ভারত সফরে এবার কামিন্সের নেতৃত্বে প্রথম দুই টেস্টে বিধ্বস্ত হয় অস্ট্রেলিয়া। স্মিথের নেতৃত্বে এক ম্যাচে ভারতকে উড়িয়ে দেওয়ার পর শেষ টেস্ট ড্র করে তারা।

২০১৮ সালে বল টেম্পারিং বিতর্কে এক বছর নিষিদ্ধ হওয়া স্মিথের অধিনায়কত্বের নিষেধাজ্ঞা ছিল আরও এক বছর। সব নিষেধাজ্ঞা পার করেও নেতৃত্ব পাচ্ছিলেন না তিনি। অবশ্য টেস্ট দলে কামিন্সের ডেপুটি করা হয় তাকে। বিভিন্ন সময় কামিন্সের অনুপস্থিতিতে চার টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। তবে ২০১৮ সালে নিষিদ্ধ থাকার পর এই প্রথম স্মিথ দেবেন ওয়ানডের নেতৃত্ব।

এই সিরিজের জন্য আগেই ঘোষণা করা হয়েছিল দল। কামিন্স না থাকায় সেই দলে নতুন আর কাউকে নেওয়া হয়নি। চোটে ছিটকে পড়া জাই রিচার্ডসনের জায়গায় এসেছেন ন্যাথান এলিস। চোট কাটিয়ে অনুমিতভাবেই ফিরেছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল

১৭ মার্চ মুম্বাইতে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে। ভাইজাগে ১৯ মার্চ দ্বিতীয় ও চেন্নাইতে ২২ মার্চ হবে সিরিজের শেষ ম্যাচ।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, আলেক্স কেয়ারি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রেভিস হেড, জস ইংলিস, মারনাশ লাবুশানে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

Comments

The Daily Star  | English

Have patience for election

Chief Adviser Prof Muhammad Yunus yesterday said the government would issue a roadmap to the election as soon decisions on electoral reforms are made.

5h ago